নয়াদিল্লি:  ২০১৯ সালের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্যে আমন্ত্রণ জানানো হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। সূত্রের খবর, সেই আমন্ত্রণ পত্রটি হোয়াইট হাউসে পাঠানো হয়েছে। যদিও এখনও পর্যন্ত মার্কিন প্রশাসনের তরফে এই আমন্ত্রণ গ্রহণের বিষয় কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

 

এর আগে ২০১৫ সালে ট্রাম্পের পূর্বসূরী বারাক ওবামা ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেবারের অনুষ্ঠানে ওবামার সঙ্গে উপস্থিত ছিলেন মিশেল ওবামা।  রাষ্ট্রপতি হিসেবে মঞ্চে ছিলেন প্রণব মুখোপাধ্যায়। প্রসঙ্গত, ওবামাই হলেন প্রথম মার্কিন প্রেসিডেন্ট যিনি ভারতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ট্রাম্প য়দি আসেন, তাহলে তিনি হবে দ্বিতীয় মার্কিন প্রেসিডেন্ট।

সূত্রের খবর, ২০১৯-এ প্রজাতন্ত্র দিবসে ট্রাম্পের উপস্থিতির মধ্যে দিয়ে এনডিএ সরকার নিজেদের বিদেশনীতির সাফল্য জনমানসে তুলে ধরতে চাইছে। এদিকে মার্কিন সরকারও এই আমন্ত্রণপত্রে ইতিবাচক সাড়া দেওয়ারই ইঙ্গিত দিয়েছে।

এই বছর এপ্রিলে আমন্ত্রণপত্রটি পাঠানো হয়। তারপর দুতরফের মধ্যে কূটনৈতিক স্তরে একাধিক বৈঠক হয়েছে। আপাতত হোয়াটই হাউসের তরফে সবুজ সঙ্কেতের অপেক্ষা।