নয়াদিল্লি: ডোনাল্ড ট্রাম্প তো পাকিস্তানের পক্ষে কথাবার্তা বলছেন, যান, তাঁকে আরও বেশি করে জড়িয়ে ধরুন! এভাবেই কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধী খোঁচা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তালিবানদের হাত থেকে এক মার্কিন-কানাডিয়ান দম্পতি উদ্ধারের পর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প পাকিস্তানের সঙ্গে সম্পর্কের উন্নতি নিয়ে একটি টুইট করেন। তাতে তিনি লেখেন, পাকিস্তান ও তার নেতাদের সঙ্গে সম্পর্ক এখন অনেক ভাল। নানা ক্ষেত্রে সহযোগিতার জন্য তাদের ধন্যবাদ। টুইটটির স্ক্রিনশট পোস্ট করে রাহুল টুইট করেছেন, প্রধানমন্ত্রী, শিগগির যান। মনে হচ্ছে, প্রেসিডেন্ট ট্রাম্পের আরও আলিঙ্গন প্রয়োজন। আমেরিকা সফরে গিয়ে প্রটোকল ভেঙে মোদী আলিঙ্গন করেন ট্রাম্পকে। সে ব্যাপারেই রাহুলের এই খোঁচা। বিজেপি অভিযোগ করেছিল, আন্তর্জাতিক আঙিনায় বলতে গিয়ে রাহুল গাঁধী দেশের সরকারকে ছোট করার চেষ্টা করছেন। যদিও কংগ্রেসের অভিযোগ, মোদীই শুরু করেছেন বাইরে গিয়ে দেশের রাজনৈতিক দলের বদনাম করার ট্র্যাডিশন।