নয়াদিল্লি: মার্কিন প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্পের জয়ের ফলে আরও ঘনিষ্ঠ হতে পারে ভারত-মার্কিন সম্পর্ক। ট্রাম্প নিজে যেমন তাঁর ভারতবন্ধু অবস্থান ব্যক্ত করেছেন, তেমনই স্পষ্ট করে দিয়েছেন, চিন যেভাবে আমেরিকার বাজার দখল করছে ও পাকিস্তান যেভাবে নিয়মিত মার্কিন অর্থ নয়ছয় করেও জঙ্গিদের মদত দিয়ে চলেছে, তা তিনি মোটেই ভাল চোখে দেখেন না। এই পরিস্থিতি ভারতের পক্ষে আশাপ্রদ বলে মনে করছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী জানিয়েছেন, ট্রাম্পের সঙ্গে তাঁর সম্পর্ক যথেষ্ট ভাল, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প কাজ শুরু করার পদ তাঁর সঙ্গে কাজ করতে তিনি আগ্রহী।

হোয়াইট হাউসের দৌড়ে একেবারে অপ্রত্যাশিতভাবে হিলারি ক্লিনটনকে হারিয়ে জয়ী হয়েছেন ট্রাম্প। তখনই প্রথামাফিক তাঁকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। এর আগে মোদীর সঙ্গে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ব্যক্তিগত সম্পর্কও যথেষ্ট ভাল ছিল। তাঁর ধারণা, আগামী প্রেসিডেন্টের নেতৃত্বে আমেরিকার রিপাবলিকান প্রশাসনের আমলে ভারত-মার্কিন সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

সোমবার লোকসভা অধ্যক্ষ সুমিত্রা মহাজন শীতকালীন অধিবেশন শুরুর আগে যে নৈশভোজের আহ্বান করেন, সেখানে প্রধানমন্ত্রী উপস্থিত রাজনীতিকদের সঙ্গে ট্রাম্পের জয় সম্পর্কে ঘরোয়াভাবে আলোচনা করেন। মন্তব্য করেন, ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ায় ইন্দো-মার্কিন সম্পর্কে নাটকীয় পরিবর্তন হবে বলে মনে করা অনুচিত।

৭০ বছরের ট্রাম্প ভোট প্রচারকালীন বারবার বলেছেন, তিনি ভারতের ভক্ত, ভক্ত প্রধানমন্ত্রী মোদীরও। ভারতকে আমেরিকার মুখ্য কৌশলগত সহযোগী বলে ব্যাখ্যা করেন, এনডিএ সরকারের আর্থিক নীতিরও উচ্ছ্বসিত প্রশংসা করেন তিনি।