লখনউ: জেলের বাইরে শখ করে গাছ বসিয়েছিলেন পুলিশকর্মীরা। নিজেদের কোয়ার্টারের বাইরেও বাগান করেছিলেন। সব কীনা নষ্ট করল একদল গোমুখ্যু গাধা! রেগে আগুন পুলিশকর্মীরা এত বড় অপরাধ মোটেই ক্ষমার চক্ষে দেখেননি। গাধাদের দস্তুরমত জেলে পুরে দিয়েছেন।
উত্তরপ্রদেশের উরই জেলে ঘটেছে এই ঘটনা। মূল কালপ্রিট ৮টা গাধা। তারাই একদিন চড়াও হয়ে জেলের বাইরে গাছ, কোয়ার্টারের বাগান সব তছনছ করে দিয়েছে। জেল কর্মীরা ছাড়েননি, তক্ষুনি তাদের পুরে দিয়েছেন বাচ্চা জেলে।
টানা ৪ দিন জেল খেটেছে অপরাধী গাধারা। গতকাল সকালে রীতিমত লাইন করিয়ে ছাড়া হয়েছে তাদের।
পুলিশ বলছে, গাধাদের মালিককে তারা বারবার বলেছিল, এদিকে যেন নিজের পোষ্যদের তিনি চরতে না পাঠান। কিন্তু কে শোনে কার কথা! তাই তাঁকে শিক্ষা দিতে পোষা গাধাদের ৪ দিন জেলবন্দি করে রাখা হয়।
গাধাদের মুক্তিও খুব সহজে আসেনি। প্রথমে তো তাদের মালিক দরবার করেন জেলারের কাছে। অবশেষে স্থানীয় বিজেপি নেতার হস্তক্ষেপে গাধারা বাইরের আলো দেখতে পায়।
জেলার বলেছেন, ৫০-৬০,০০০ টাকা খরচ করে বাগান করেছিলেন তাঁরা। সব ধ্বংস করেছে হতভাগা গাধাগুলো। অথচ এমনই ফের, তাদের অ্যারেস্ট করে গুছিয়ে জব্দও করা যায়না। এবারেও গাধার মালিককে ডেকে নেহাত হুঁশিয়ারি দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
পুলিশের গাছ খেয়ে ফেলেছে, উত্তরপ্রদেশে জেল খাটল ৮টি গাধা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Nov 2017 12:04 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -