এখানেই থামেননি বানওয়ারি। দু’বারের এই বিধায়ক আরও বলেছেন, মুসলমানরা লাভ জেহাদ, গোহত্যা, জাল পরিচয়পত্র সহ নানা অপরাধে যুক্ত। সফলভাবে লাভ জেহাদ করতে পারলে আলাদা প্যাকেজ পায় এরা। এ জন্য জাল পরিচয়পত্র তৈরি করে হিন্দু মেয়েদের ফাঁদে ফেলে। তারপর তাদের জীবন নরক করে দেয়। মুসলমান ছেলেদের বিয়ে করা হিন্দু মেয়েদের ধিক্কার দিয়ে এই বিধায়ক বলেছেন, বিয়ের ২ বছর পর এই মেয়েদের বাড়ি থেকে বার করে দেয় তাদের স্বামীরা। তাই লাভ জেহাদ ঠেকাতে হলে হিন্দু পরিবারদের মুসলমানদের বাড়িতে ঢুকতে না দেওয়া উচিত। মেও মুসলমানদের কসাই বলেও উল্লেখ করেন তিনি। মুসলমানরা অপরাধী, বাড়িতে ঢুকতে দেবেন না, হিন্দু সম্প্রদায়কে অনুরোধ এই বিজেপি বিধায়কের
ABP Ananda, Web Desk | 10 Apr 2018 12:24 PM (IST)
আলওয়ার: গোরক্ষকদের ‘তাণ্ডব’ সংক্রান্ত একের পর এক খবরের জেরে গত বছর শিরোনামে ছিল রাজস্থানের আলওয়ার। এবার সেই আলওয়ার শহরেরই বিজেপি বিধায়ক বানওয়ারি লাল সিঙ্ঘল নতুন করে বিতর্ক ডেকে এনেছেন। অভিযোগ, তিনি বলেছেন, মুসলমানরা চরিত্রগতভাবেই সব ধরনের অপরাধের সঙ্গে যুক্ত। তিনি তাদের ভোটও চান না, তাদের কাছাকাছি ঘেঁষতেও দেন না। স্থানীয় মেওয়াতি বা মেও মুসলমানদের প্রসঙ্গ তুলে বানওয়ারি এক সমাবেশে নাকি বলেছেন, ওরা বিজেপিকে ভোট দেয় না। আমি ওদের কাছে ভোট চাইতে যাইও না। ওদের কাছে ভোট চাওয়া মানে ওরা নিয়মিত যে সব অপরাধ করে সে সব থেকে চোখ বুজে থাকা। ওদের থেকে নিরাপদ দূরত্ব রক্ষার এটাই আসল কারণ।