লখনউ: উত্তরপ্রদেশের আলিগড়ে হিন্দুপ্রধান অঞ্চলগুলিতে স্কুলে বড়দিন পালনের বিরোধিতা করল হিন্দু জাগরণ মঞ্চ। এ বিষয়ে খ্রিস্টান স্কুলগুলিকে সতর্ক করে দিয়েছেন হিন্দু জাগরণ মঞ্চের সভাপতি সোনু সবিতা। তাঁর দাবি, ছাত্রদের খ্রিস্টধর্মের প্রতি আকৃষ্ট করার জন্য খেলনা ও উপহারের টোপ দেওয়া হচ্ছে। এই ধরনের কার্যকলাপ হিন্দুদের সহজেই খ্রিস্টধর্মের প্রতি আকর্ষণ করার চেষ্টা। তাই অভিভাবকদেরও বড়দিন পালনের বিরোধিতা করা উচিত।
কয়েকদিন আগেই মধ্যপ্রদেশের সাতনায় হিন্দুদের জোর করে ধর্মান্তকরণের অভিযোগে ১০ জন ক্যাথলিক যাজক সহ বেশ কয়েকজন খ্রিস্টানকে মারধর করে তাঁদের গাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বজরঙ দলের সদস্যদের বিরুদ্ধে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রতিষ্ঠিত হিন্দু যুব বাহিনী এ বছরের গোড়ায় উত্তরপ্রদেশের মহারাজগঞ্জ জেলার একটি গির্জায় ধর্মান্তকরণের অভিযোগ করে। এই অভিযোগ পেয়ে পুলিশ সেখানে গিয়ে ওই গির্জায় চলা অনুষ্ঠান বন্ধ করে দেয়। ২০১৪ সালে আদিত্যনাথও বলেছিলেন, ঘর ওয়াপসি অনুষ্ঠান নিয়ে যদি কারও আপত্তি থাকে, তাহলে বড়দিনও পালন করা উচিত নয়। এবারও বড়দিন পালন নিয়ে আপত্তি জানাল হিন্দুত্ববাদী সংগঠন।
ধর্মান্তকরণের টোপ! আলিগড়ে বড়দিন পালনের বিরোধিতায় হিন্দু জাগরণ মঞ্চ
Web Desk, ABP Ananda
Updated at:
17 Dec 2017 03:13 PM (IST)
ফাইল ছবি
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -