অমেঠি: উৎসবের মরসুমে তাঁর জন্য অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা সম্ভব নয় বলে এলাকার সাংসদ রাহুল গাঁধীকে জানিয়ে দিল অমেঠি প্রশাসন।
আগামী ৪ অক্টোবর, নিজের লোকসভা কেন্দ্র অমেঠিতে পরিদর্শনে যাওয়ার কথা কংগ্রেস সহ-সভাপতির। কিন্তু, জেলা প্রশাসন তাঁকে জানিয়ে দেন, উৎসবের মরশুমের মধ্যে তাঁর জন্য প্রয়োজনীয় নিরাপত্তার বন্দোবস্ত করা সম্ভব নয়।
এই মর্মে, রাহুলকে তাঁর সফর বাতিল করে পরের দিনর রাখার অনুরোধ করেছে জেলা প্রশাসন। যদিও, কংগ্রেস সূত্রে খবর, রাহুল তাঁর সফর পিছনোর অনুরোধ খারিজ করে দিয়েছেন।
প্রসঙ্গত, গত মাসে অমেঠির বিভিন্ন জায়গায় রাহুল গাঁধীর নামে ‘নিখোঁজ’ পোস্টার পড়েছিল। সেখানে বলা হয়েছিল, তাঁর খোঁজ দিতে পারলে, পুরস্কার দেওয়া হবে। তবে, কে বা কারা ওই পোস্টার লাগিয়েছিল, তার খোঁজ মেলেনি।