নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলায় নিহতদের কথা উল্লেখ করে আসাদুদ্দিন ওয়েইসির মন্তব্যের মোক্ষম জবাব দিলেন সেনাবাহিনীর নর্দার্ন কম্যান্ডের প্রধান জেনারেল দেবরাজ আনবু।
ওয়েইসি গতকাল বলেন, ভারতের মুসলিমদের আনুগত্য নিয়ে যারা প্রশ্ন তোলে, মুসলিমদের পাকিস্তানি বলে, তারা বাস্তব থেকে অনেক দূরে। জম্মু ও কাশ্মীরে গত শনিবারের জঙ্গি হামলায় নিহত সাতজনের ৫ জনই মুসলিম। এ থেকে তারা বুঝুক যে, আমরা মুসলিমরাও এই দেশের জন্য জীবন দিচ্ছি।
অল ইন্ডিয়া মুসলিম ইত্তেহাদুল মুসলিমিন সভাপতির এই মন্তব্যের পাল্টা জেনারেল আনবু বলেন, শহিদদের ওপর সাম্প্রদায়িক রং দেবেন না। আমরা শহিদদের সাম্প্রদায়িক চেহারা দিই না। যারা এ জাতীয় মন্তব্য করছেন, তারা ভারতীয় সেনাবাহিনী সম্পর্কে জানেন না।
ওয়েইসির মন্তব্য খারিজ করে সোস্যাল মিডিয়াতেও বলা হয়েছে, সবার রক্তের রংই লাল। রাজনীতিকরাই মানুষে মানুষে ভেদাভেদ করেন।




আনবু একইসঙ্গে বলেন, শত্রুপক্ষ হতাশ। তুলনামূলক বেশি নরম টার্গেটকে নিশানা করছে। সীমান্তে না পেরে ছাউনিতে হামলা করছে। এটা ঠিক যে যুবকরা সন্ত্রাসবাদে যোগ দিচ্ছে, এটা উদ্বেগের ব্যাপার। এই প্রবণতা আটকাতে হবে। ২০১৭-য় আমরা সন্ত্রাসবাদীদের মাথাগুলিকে টার্গেট করে খতম করেছি।