নয়াদিল্লি: নিজেকে নেলসন ম্যান্ডেলা ও বি আর অম্বেডকরের সঙ্গে তুলনা করায় জেলবন্দি লালুপ্রসাদ যাদবকে একহাত নিলেন রামবিলাস পাসোয়ান। কেন্দ্রীয় মন্ত্রীর মতে, প্রথম দুজন জাতীয় স্বার্থে বলিদান দিয়েছিলেন। সেখানে আরজেডি সুপ্রিমো দুর্নীতির জন্য জেলে গিয়েছেন।


লোক জনশক্তি পার্টি প্রধান পাসোয়ান জানান, নিজের সঙ্গে তুলনা টেনে এনে অম্বেডকরকে অসম্মান করেছেন লালুপ্রসাদ। তাঁর প্রশ্ন, পশুখাদ্য কেলেঙ্কারি কি গরিবের কেলেঙ্কারি না বড়লোকেদের? গতকালই, আরজেডি সুপ্রিমোকে পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় দোষী সাব্যস্ত করেছে সিবিআই আদালত। এরপরই, বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তোলেন লালুপ্রসাদ।


এদিন সব অভিযোগ খারিজ করে পাসোয়ান জানান, লালুর এই অভিযোগ আদতে দেশের বিচারবিভাগকে অপমান করার সামিল। তিনি বলেন, নিজের অপরাধের জন্য বিজেপির ঘাড়ে দোষ চাপানো উচিত নয় লালুজির। পাশাপাশি, মার্টিন লুথার কি, নেলসন ম্যান্ডেলা ও বি আর অম্বেডকরের সঙ্গে তুলনা টানাও উচিত নয়। আরজেডি সুপ্রিমোর উদ্দেশে পাসোয়ান বলেন, আপনি দুর্নীতির জন্য জেলে গিয়েছেন, যা জাতীয় স্বার্থের পরিপন্থী।