মুম্বই: অভিবাসন নীতির জন্য বিতর্কের কেন্দ্রে চলে আসা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘দানব’ হিসেবে ভাবাটা ঠিক নয়। এমনই মনে করেন ভারতের বিদেশসচিব এস জয়শঙ্কর।


এদিন একটি সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে জয়শঙ্কর বলেন, তাঁকে দানব ভাববেন না। তাঁর কাজের বিশ্লেষণ করলে দেখা যাবে, তিনি যা করেছেন, অত্যন্ত ভাবনাচিন্তা রয়েছে তার মধ্যে। এটা কোনওভাবেই হঠকারী সিদ্ধান্ত নয়।


প্রসঙ্গত, বিতর্কিত অভিবাসন নীতির জন্য দেশে ও দেশের বাইরে সমালোচনার সম্মুখীন হতে হয়েছে ট্রাম্পকে। সম্প্রতি, মার্কিন মুলুকে সাত মুসলিম-প্রধান দেশের মানুষের ঢোকার ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেন তিনি। এছাড়া, এইচ-১বি ভিসার ক্ষেত্রেও বিভিন্ন শর্ত চাপান। দ্বিতীয়টির জন্য ভারতে সমালোচিত হন মার্কিন প্রেসিডেন্ট।


ট্রাম্প প্রশাসনের প্রতি সহমর্মিতা দেখালেও, পাক-প্রশাসনকে এদিন তীব্র আক্রমণ করেন জয়শঙ্কর। জানান, পাকিস্তানের উচিত অবিলম্বে ‘সন্ত্রাসের কারখানা’ বন্ধ করা। আবার চিন প্রসঙ্গে তিনি বলেন, উভয় দেশের উচিত দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও ভাল করার।