চেন্নাই: বাবার হত্যাকারীদের প্রতি তাঁর কোনও ক্রোধ, বিদ্বেষ নেই বলে জানালেন রাহুল গাঁধী। কংগ্রেস নেতৃত্বধীন ইউপিএ-র নির্বাচনী প্রচারের সূচনা করতে বুধবার তামিলনাড়ু সফরে এসেছেন তিনি। ১৯৯১ সালে তাঁর বাবা প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গাঁধীর মানববোমা বিস্ফোরণে মৃত্যুর ঘটনার দুটি দিক আছে বলে উল্লেখ করেন রাহুল। কংগ্রেস সভাপতি সাংবাদিকদের বলেন, একটি ব্যক্তিগত ক্ষতি, যা আমরা সামলে নিয়েছি, অন্যটি আইনি দিক, যা নিজের পথে চলবে। আইনি বিষয়গুলি যে দিকেই যাক, আমরা খুশি। আমরা ক্ষমাশীল লোক, কারও প্রতি বিদ্বেষ, রাগ নেই আমাদের। ওদের মুক্তির ব্যাপারে সিদ্ধান্ত নেবে আদালতই। সেইসঙ্গে রাহুল বলেন, সংশ্লিষ্ট পক্ষগুলির সঙ্গে কথাবার্তা শুরু করা প্রয়োজন। এমন পদক্ষেপেই আমরা খুশি।
মাস কয়েক আগে তামিলনাড়ু সরকার রাজীব হত্যা মামলায় সাত দোষীর মুক্তির সুপারিশ পাঠায় রাজ্যপাল বানোয়ারিলাল পুরোহিতকে। রাজ্যের সব দল তা সমর্থন করে।
কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধীরা লোকসভা নির্বাচনে জয়ী হবে বলে আশা প্রকাশ করে রাহুল জিএসটি-কে সহজ, সরল করার পাশাপাশি ন্যূনতম আয়ের গ্যারান্টি স্কিম চালুরও প্রতিশ্রুতি দেন। আয়ের গ্যারান্টি স্কিমকে তিনি ‘অভিনব’, ‘বৈপ্লবিক ধারণা’ বলেও উল্লেখ করেন। রাফাল ডিল নিয়ে রাহুল বলেন, ওই যুদ্ধবিমানের ক্ষমতা নিয়ে কোনও সংশয়ই নেই, প্রশ্নটা দুর্নীতির যা নিয়ে তদন্ত প্রয়োজন। কংগ্রেস কি ক্ষমতায় এলে রাফাল চুক্তি বাতিল করবে, প্রশ্ন করা হলে রাহুল বলেন, ডিল বাতিল টেকনিকাল সিদ্ধান্ত। সে ব্যাপারে কোনও তথ্য নেই আমাদের কাছে। কিন্তু দুর্নীতি হয়েছে, এটা স্ফটিকের মতো স্পষ্ট। প্রধানমন্ত্রী একজন দুর্নীতিগ্রস্ত মানুষ, আলোচনা-রফা প্রক্রিয়াকে পাশ কাটিয়ে তিনি রাফাল ডিলে সমান্তরাল আলোচনা চালিয়ে গিয়েছেন। আমরা এর তদন্ত করব। আমি ১০০ শতাংশ নিশ্চিত, মোদি, অম্বানি দোষী প্রমাণিত হবেন।