পোকসো আইন সম্পর্কে জানেন না, আদালতে কবুল নাবালিকাকে ধর্ষণের মামলায় তদন্তকারী পুলিশ অফিসারের
ABP Ananda, web desk | 07 May 2017 11:01 AM (IST)
আমদাবাদ: এক নাবালিকাকে ধর্ষণের মামলার তদন্ত করছিলেন। কিন্তু যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা (পোকসো) আইন সম্পর্কে বিন্দুমাত্র ধারণাও নেই তাঁর। খোদ আদালতের সামনে এ কথা কবুল করেছেন গুজরাত পুলিশের এক পদস্থ অফিসার। মামলায় অভিযুক্তপক্ষের আইনজীবীর জেরায় রাজ্যের ইন্টেলিজেন্স ব্যুরোর ডেপুটি পুলিশ সুপার ধর্মেন্দ্র দেশাই আদালতকে জানিয়েছেন, তিনি ওই আইন সম্পর্কে কিছুই জানেন না। জানেন না পকসো-র পুরো কথা কী। কবে ওই আইন চালু হয়েছিল, তাও তাঁর জানা নেই। বিশেষ পোকসো বিচারক বিএন মাকওয়ানাকে ওই পুলিশ আধিকারিক আরও বলেছেন যে, ধর্ষণের আইনে সংশোধনী সম্পর্কেও তাঁর কোনও ধারণা নেই। দেশাই যখন নিকোল থানার পুলিশ ইন্সপেক্টর ছিলেন, তখন ২০১৫-র ১৮ জুন পোকসো আইনে এক নাবালিকাকে ধর্ষণের মামলা রুজু হয়েছিল। অভিযুক্তের আইনজীবীর জেরায় দেশাই বলেছেন, পোকসো আইনের ৩ ও ৪ ধারায় শাস্তির সংস্থান সম্পর্কেও তাঁর কিছু জানা নেই। ধর্ষণের ঘটনায় আইনে যে সংশোধন হয়েছে তা তাঁর জানা নেই। দেশাই আদালতকে আরও বলেছেন, নির্যাতিতার বয়স তিনি যাচাই করেননি বা অভিযুক্তের ডিএনএ টেস্টেরও সুপারিশ করেননি।