নয়াদিল্লি: পাকিস্তানের সামরিক আদালতে মৃত্যুদণ্ডের সাজা হওয়া কুলভূষণ যাদব কোথায় রয়েছেন, জানে না ভারত সরকার। পাকিস্তানে তাঁকে কোথায় রাখা হয়েছে, তিনি কেমন আছেন, সে ব্যাপারে ইসলামাবাদ নয়াদিল্লিকে কোনও তথ্যই দেয়নি বলে সাংবাদিক বৈঠকে জানালেন বিদেশমন্ত্রকের মুখপাত্র গোপাল বাগলে।


চরবৃত্তির দায়ে ভারতীয় নৌবাহিনীর প্রাক্তন অফিসার কুলভূষণকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে পাকিস্তানে। ভারতের দাবি, কুলভূষণের বিচারের নামে প্রহসন হয়েছে। মৃত্যুদণ্ড কার্যকর হলে পাকিস্তানে তার ফল বুঝতে পারবে বলে ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছে ভারত।
বাগলে এও জানিয়েছেন, পাকিস্তান আজ পর্যন্ত কুলভূষণের সঙ্গে দেখা করার অনুমতি দেয়নি। র-এর তকমা দেওয়া ওই ভারতীয় নাগরিকের সঙ্গে দেখা করতে চেয়ে একাধিকবার অনুমতি চেয়েও ফল হয়নি। পাকিস্তান তথাকথিত যে আইনি প্রক্রিয়ার কথা বলছে, তার কোনও ভিত্তি নেই।
তিনি এও বলেন, কুলভূষণ এক নিরপরাধ ভারতীয় নাগরিক, যাঁকে অপহরণ করা হয়েছিল। তিনি ভারতীয় নৌবাহিনীর অবসরপ্রাপ্ত অফিসার। পাকিস্তানকে এক বছরের বেশি সময় আগেই এই দুটি তথ্য জানানো হয়।
বাগলে একইসঙ্গে বলেন, কুলভূষণের মুক্তির জন্য সবরকম চেষ্টাই চলছে। তবে কী কী পদক্ষেপ করা হচ্ছে, সেটা প্রকাশ করা যাচ্ছে না। অতীব গুরুত্বপূর্ণ এই ইস্যুতে হাইকমিশন মারফত পাকিস্তানের সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে।
প্রসঙ্গত, কুলভূষণকে নিরাপদে ফিরিয়ে আনতে প্রয়োজনে প্রচলিত পথের বাইরে যাওয়া হবে বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।