নয়াদিল্লি: তিন রাজ্যে সাম্প্রতিক বিধানসভা ভোটে কংগ্রেসের কাছে পরাজয়, ক্ষমতা হারিয়ে দলের ভরাডুবির পরও বিজেপি কর্মীদের মনোবল না হারানোর পরামর্শ দিলেন অমিত শাহ। রামলীলা ময়দানে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে আজ তিনি বলেছেন, মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড়, তিন রাজ্যে বিরোধীরা জিতেছে বটে, তবে আমাদের পরাজয় হয়নি। ফল ভাল না হলেও আমরা ভিত্তি হারাইনি। দলীয় কর্মীদের হতাশ হওয়ার কিছু নেই। ২০১৯-এ একটা সুযোগ রয়েছে। এই রাজ্যগুলিতে ভাল ফল করে কেন্দ্রে শক্তিশালী সরকারের ভিত স্থাপনের লক্ষ্যে তাঁদের এগিয়ে যাওয়া উচিত। লোকসভা ভোট আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমরা বিরাট জয় পেলে বিজেপি দীর্ঘদিন ধরে পঞ্চায়েত থেকে সংসদ পর্যন্ত দেশ চালাবে।
অমিত শাহের বক্তব্য, পরাজয় কাকে বলে, দেখিয়েছে কংগ্রেস, যারা উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ থেকে মুছে গিয়েছে। তিনি ‘জাতপাত, স্বজনপোষণ ও তোষণে’র জন্য কংগ্রেসকে দায়ী করে বলেন, দেশের রাজনীতির ক্ষতি করেছে এই তিন আলসার, গণতন্ত্রকে দুর্বল করেছে, উন্নয়ন থমকে রেখেছে।
আগামী সাধারণ নির্বাচন সামনে রেখে মোদি সরকারের বিভিন্ন প্রকল্পের ২২ কোটি সুবিধাভোগীর সঙ্গে যোগাযোগ স্থাপন সহ বিজেপির ১৩ দফা কর্মসূচিতে দলীয় কর্মীদের জোর দিতে বলেন বিজেপি সভাপতি। বিজেপি কর্মীদের পরিবার-পরিজন ও বন্ধুবান্ধবরা যাতে ভোটের দিন সকাল সাড়ে দশটার মধ্যে বুথে গিয়ে ভোট দিয়ে আসেন, তা তাঁদের সুনিশ্চিত করতে বলেন তিনি। বলেন, ভোটে এই ২২ কোটি সুবিধাভোগীর আশীর্বাদ পেলে কোনও জোটই আমাদের হারাতে পারবে না বলে মন্তব্য করেন অমিত শাহ।