লখনউ: মুসলিম ধর্মাবলম্বীদের উদ্দেশে ব্যাঙ্ককর্মীদের বিয়ে না করার ফতোয়া দিল দারুল উলুম দেওবন্দ। বলা হয়েছে, ব্যাঙ্কে চাকরি করে যে অর্থ উপার্জন করা হয় সেটা ‘হারাম’। সংশ্লিষ্ট পরিবারের কাউকে বিয়ে করা উচিত নয়। তার বদলে বিয়ের জন্য কোনও ধার্মিক পরিবারের খোঁজ করা উচিত।
এক ব্যক্তির প্রশ্নের জবাবে এই ফতোয়া দিয়েছে দেওবন্দ। ওই ব্যক্তি জানতে চেয়েছিলেন, ‘কোনও পাত্রীর বাবা ব্যাঙ্কে চাকরি করলে সেই পাত্রীকে কি বিয়ে করা যায়? আমি অনেকগুলি পরিবার থেকে বিয়ের প্রস্তাব পেয়েছি। তার মধ্যে কয়েকটি পরিবারের কর্তা ব্যাঙ্কে চাকরি করেন। ওই পরিবারগুলি হারাম অর্থ রোজগার করে। সেই পরিবারে বিয়ে করা কি উচিত?’ এর জবাবে দেওবন্দ জানিয়েছে, ‘সংশ্লিষ্ট পরিবারে বিয়ে না করাই উচিত। যাঁরা হারামের অর্থে প্রতিপালিত হন, তাঁরা নৈতিকভাবে ভাল হন না। তাই ওই পরিবারের বদলে কোনও ধার্মিক পরিবারের পাত্রী খোঁজা উচিত।’
ইসলাম ধর্মানুসারে ব্যাঙ্কে বা অন্য কোথাও টাকা রেখে সুদ নেওয়া অনুচিত। ব্যবসায় অর্থ লগ্নি করাও ইসলামে নিষিদ্ধ। অনেক দেশেই ইসলামিক ব্যাঙ্ক থাকলেও, ভারতে সেটা এখনও চালু হয়নি। ২০০৮ সালে আর্থিক ক্ষেত্র বিষয়ক এক রিপোর্টে ইসলামিক ব্যাঙ্ক চালু করার প্রস্তাব দেন রঘুরাম রাজন। রিজার্ভ ব্যাঙ্ক সম্প্রতি একই প্রস্তাব দিয়েছে।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
ব্যাঙ্ককর্মীদের বিয়ে করা চলবে না, ফতোয়া দেওবন্দের
Web Desk, ABP Ananda
Updated at:
04 Jan 2018 10:18 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -