আম আদমি পার্টির বিক্ষুব্ধ নেতা কপিল মিশ্র এ ব্যাপারে টুইট করেছেন। তিনি বলেছেন, অঙ্কিত সাক্সেনার শোকসভায় গিয়ে অত্যন্ত আপত্তিকর আচরণ করেছেন কেজরী। অঙ্কিতের বাবা মা তাঁকে বলেন, একমাত্র উপার্জনকারী ছেলে খুন হয়ে যাওয়ায় তাঁদের জীবনযাপন কঠিন হয়ে দাঁড়িয়েছে, কিছু সাহায্য দিতে। তাতে উঠে চলে যান মুখ্যমন্ত্রী। পিছন থেকে ডাকছিলেন অঙ্কিতের বাবা, তিনি বলেন, আমার সঙ্গে গেম খেলবেন না।
দেখুন তাঁর টুইট ও ঘটনার ভিডিও
[embed]https://twitter.com/KapilMishra_IND/status/963044421645291520[/embed]
এবিপি আনন্দের সঙ্গে এ নিয়ে কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন অঙ্কিতের বাবা যশপাল সাক্সেনা। তিনি বলেন, জানি না, মুখ্যমন্ত্রীর কোনও বাধ্যবাধকতা আছে কিনা। আমি মানসিকভাবে বিপর্যস্ত। আমাকে আমার মত থাকতে দিন, সাহায্য না করলেন ঠিক আছে কিন্তু আমাকে নিয়ে ঠাট্টা করবেন না। আমার স্ত্রী জ্যান্ত লাশ হয়ে গিয়েছেন।
তিনি বলেন, তাঁর মনে হয়েছিল মুখ্যমন্ত্রী তাঁর সমব্যথী। তাঁর একমাত্র সন্তান মারা গিয়েছেন এ নিয়ে ভীষণ কষ্টে আছেন তিনি। তাঁর দাবি, তিনি কখনওই বলেননি, ছেলের মৃত্যুর পর জীবনযাপনে সমস্যা হচ্ছে তাঁদের।
ভিন ধর্মের মেয়ের সঙ্গে প্রেম করেছিলেন পেশায় ফটোগ্রাফার ২৩ বছরের অঙ্কিত। পশ্চিম দিল্লির খ্যায়লা এলাকায় বাড়ির কাছে তাঁকে গলা কেটে খুন করে প্রেমিকার পরিবার।