নয়াদিল্লি: অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে পাল্টা অল ইন্ডিয়া মুসলিম পার্সনাল ল বোর্ডের বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ আনলেন বেঙ্কাইয়া নাইডু। এ ব্যাপারে আইন কমিশনের জনমত যাচাইয়ের উদ্যোগে মুসলিম সংগঠনটি প্রবল আপত্তি, বিরোধিতা করায় তাদের বেঙ্কাইয়ার পরামর্শ, অভিন্ন দেওয়ানি বিধি সম্পর্কে আইন কমিশনের সাধারণ মানুষের মত শোনার প্রক্রিয়া নিয়ে রাজনীতি করবেন না, নিজেদের মত অন্যদের ওপর চাপিয়ে দেবেন না।


গতকালই সাংবাদিক সম্মেলন করে কেন্দ্রের সরকারের বিরুদ্ধে ধর্মের ভিত্তিতে বিভাজন ঘটানোর চেষ্টার অভিযোগ তুলেছে মুসলিম পার্সনাল ল বোর্ড। অভিন্ন দেওয়ানি বিধি দেশের সাংবিধানিক আদর্শের পরিপন্থী বলে তাদের অভিমত। আজ তাদের সমালোচনার জবাব দিয়ে কেন্দ্রীয়  সংসদীয় বিষয়কমন্ত্রী তথা বিজেপি নেতা বেঙ্কাইয়া বলেন, আপনারা আইন কমিশনকে বয়কট করতে চান, করুন। সেটা আপনাদের ব্যাপার। কিন্তু এটাকে রাজনীতির ইস্যু করবেন না। গতকাল ল বোর্ড নিশানা করেছিল প্রধানমন্ত্রীকেও। ল বোর্ডের সাধারণ সম্পাদক মৌলানা ওয়ালি রহমানি বলেন, দেখেশুনে মনে হচ্ছে, মোদী সরকার গত  ৩০ মাসের ব্যর্থতা থেকে মানুষের নজর ঘোরাতে অভিন্ন দেওয়ানি বিধিকে ইস্যু করছে। সরকার নতুন যুদ্ধে নামছে। তিনি এও কটাক্ষ করেন, সরকার সীমান্ত রক্ষা করতে পারছে না, এবার দেশের ভিতরে কাজিয়া বাঁধানোর ছক কষছে।  পাল্টা এদিন প্রতিটি ক্ষেত্রেই প্রধানমন্ত্রীকে টেনে আনা  উচিত নয় বলে মন্তব্য করেন বেঙ্কাইয়া।

অভিন্ন  দেওয়ানি বিধি নিয়ে জোর করে কিছু চাপিয়ে দেওয়া হবে না, প্রতিশ্রুতি দিয়ে এ ব্যাপারে স্বাস্থ্যকর বিতর্কের ডাক দেন বেঙ্কাইয়া। বলেন, অভিন্ন দেওয়ানি বিধির সঙ্গে তিন তালাককে জুড়ে দেওয়া হচ্ছে। কিন্তু লিঙ্গ সমতা, মহিলাদের মান-মর্যাদা, তাদের প্রতি বৈষম্য বন্ধ হওয়া, এগুলিই তো আসল ইস্যু।

বিজেপি নেতারাও বলছেন, অভিন্ন দেওয়ানি বিধি ও তিন তালাক, দুটি ভিন্ন ইস্যু, একটিকে আরেকটির পরিপূরক হিসাবে দেখা উচিত হবে না।

কেন্দ্রের বিজেপি সরকার সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই জানিয়েছে যে, তিন তালাক অসাংবিধানিক, লিঙ্গ সমতার পরিপন্থী।