আলিগড়: বিতর্কে জড়ালেন উত্তর প্রদেশের আলিগড়ের নতুন মেয়র বিএসপির মহম্মদ ফুরকান। তিনি দাবি করেছেন, জাতীয় সঙ্গীত মনে নেই তাঁর।
মেয়র হিসেবে শপথ নেওয়ার পর সাংবাদিকরা ফুরকানকে বলেন জন গণ মন গাইতে। জবাবে তিনি বলেন, জাতীয় সঙ্গীত সবটা মনে নেই তাঁর। কিন্তু এ ধরনের প্রশ্ন তাঁকে করার কারণ কী। জাতীয় সঙ্গীতকে শ্রদ্ধা করেন তিনি।
মাসখানেক আগে ফুরকানের শপথগ্রহণের সময়েও প্রবল বিতর্ক হয়, কারণ তিনি শপথ নেন উর্দুতে। এ নিয়ে বিজেপি ও বিএসপি কর্মীদের মধ্যে হাতাহাতিও হয়।
ফুরকাল আলিগড়ের প্রথম মুসলমান মেয়র। বিজেপির রাজীব আগরওয়ালকে তিনি হারিয়েছেন প্রায় ১২,০০০ ভোটের ব্যবধানে। এমনিতে আলিগড় পুরনো বিজেপি ঘাঁটি। ১৯৯৫-এ মেয়র পদের জন্য প্রথম সরাসরি ভোট চালু হওয়ার পর গত বছরই এখানে প্রথমবার ভোটে হেরেছে তারা।
গত মাসে মীরাটের মেয়র বিএসপিরই সুনীতা ভার্মা জানিয়ে দেন, বোর্ড মিটিংয়ের আগে বন্দে মাতরম গাওয়া হবে না, গাইতে হবে জন গণ মন। আগের বিজেপি মেয়রের নেওয়া সিদ্ধান্ত পালটে এ কথা ঘোষণা করেন তিনি।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
জাতীয় সঙ্গীত মনে রাখি না, আলিগড়ের নতুন মেয়রের বয়ানে বিতর্ক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 Jan 2018 09:37 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -