কাগজ দেওয়ার সময় ‘বেগ’ বলতে হবে না, আমাদের দেশ স্বাধীন, মন্ত্রীদের বেঙ্কাইয়া
Web Desk, ABP Ananda | 15 Dec 2017 05:19 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
নয়াদিল্লি: রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেই ব্রিটিশ আমলে ব্যবহৃত শব্দ আর প্রয়োগ না করার পরামর্শ দিলেন বেঙ্কাইয়া নাইডু। মন্ত্রীদের উদ্দেশে তিনি বলেছেন, টেবলে কোনও কাগজ রাখার সময় ‘আই বেগ টু’ বলার দরকার নেই। শুধু বলতে হবে, কাগজটি টেবলে রাখছি। আজ থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। উপরাষ্ট্রপতি হওয়ার পর আজই রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে কাজ শুরু করলেন বেঙ্কাইয়া। প্রথম দিনই তিনি মন্ত্রীদের শব্দপ্রয়োগে বদল আনার পরামর্শ দেওয়ার পাশাপাশি নিজের আচরণেও বদল এনেছেন। এতদিন শোকপ্রস্তাব পাঠ করার সময় চেয়ারম্যান বসে থাকতেন। কিন্তু আজ বেঙ্কাইয়া উঠে দাঁড়িয়ে শোকপ্রস্তাব পাঠ করেন। লোকসভার স্পিকার সুমিত্রা মহাজনও উঠে দাঁড়িয়ে শোকপ্রস্তাব পাঠ করেন।