নয়াদিল্লি: মধ্যরাতে পণ্য পরিষেবা কর বা জিএসটি সূচনা-অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিরোধী শিবিরকে আহ্বান করলেন অরুণ জেটলি।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, আমি আশা করছি, প্রত্যেক রাজনৈতিক দল নিজেদের সিদ্ধান্তের পুনর্বিবেচনা করবে এবং সংসদের সেন্ট্রাল হলের অনুষ্ঠানে উপস্থিত থাকবে।
কেন্দ্র জানিয়েছে, অন্য সংস্কারের মতনই তারা জিএসটি নিয়ে দায়বদ্ধ। মোদী সরকারের মতে, গত ৭০ বছরে জিএসটি হল দেশের বৃহত্তম কর-সংক্রান্ত সংস্কার।
এদিন জেটলি জানান, নিয়ম বা করের হার সমেত জিএসটি নিয়ে যাবতীয় সিদ্ধান্ত সব রাজ্য ও রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা করেই করা হয়েছে। এখন তাদের উচিত বিষয়ে দায় না ঝাড়ার চেষ্টা করে দায়িত্ব নেওয়া।
প্রসঙ্গত, আগামীকাল মধ্যরাতে সংসদে আনুষ্ঠানিক ঘোষণা হতে চলেছে জিএসটি-র। ইতিমধ্যেই এই অনুষ্ঠান বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস। এদিন কংগ্রেস ও বামেরাও বয়কটের সিদ্ধান্ত নেয়।