নয়াদিল্লি: সংবাদমাধ্যমের সামনে বিতর্কিত কথাবার্তা বলবেন না। বিজেপি সাংসদ, বিধায়কদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই পরামর্শ দিলেন। বরং সোশ্যাল মিডিয়ার পূর্ণ সদ্ব্যবহার করে সরকারি প্রকল্পের সুযোগ সুবিধে সাধারণের কাছে পৌঁছে দেওয়ার সওয়াল করেছেন তিনি।

নরেন্দ্র মোদী অ্যাপের মাধ্যমে দলীয় সাংসদ, বিধায়কদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ভুল করে সংবাদমাধ্যমের হাতে মশলা তুলে দিচ্ছি আমরা। যেই ক্যামেরা দেখতে পাচ্ছি, তখনই বিবৃতি দেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ছি যেন আমরা বিরাট কোনও সমাজ বিজ্ঞানী বা বিশেষজ্ঞ.. আর ভুলভাল ওই সব বিবৃতি ব্যবহার করছে সংবাদমাধ্যম। কিন্তু তা তো তাদের দোষ নয়।

বদলে সোশ্যাল মিডিয়ার সঠিক ব্যবহার করে জনসংযোগের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। যুব সমাজের দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে মুদ্রা যোজনার সুযোগসুবিধে সাধারণের কাছে পৌঁছে দেওয়ার পরামর্শ দিয়েছেন, যাতে সরকারি প্রকল্পে সকলে উপকৃত হয়, দেশে উদ্যোগপতির সংখ্যা বাড়ে।

কঠোর পরিশ্রমের জন্য দলীয় নেতা, কর্মীদের অভিনন্দনও জানিয়েছেন প্রধানমন্ত্রী।