আমদাবাদ: পর্যটক এবং স্থানীয় মানুষকে ‘সিংহর সঙ্গে সেলফি’ তোলা থেকে বিরত থাকার নির্দেশ দিল গুজরাতের বন দফতর। এই নির্দেশ লঙ্ঘন করে সেলফি তুলতে গিয়ে ধরা পড়লেই শাস্তি পেতে হবে।



মুখ্য বনপাল (বন্যপ্রাণী অপরাধ) এস পি শিশোদিয়া বলেছেন, সম্প্রতি জীবনের ঝুঁকি নিয়ে সিংহর সঙ্গে সেলফি তোলার প্রবণতা বেড়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই ছবি দিয়ে বাহবা পাওয়ার জন্য অনেকেই সিংহর খুব কাছে চলে যাচ্ছেন। এতে যেমন ঝুঁকি আছে তেমনই এটা আইনবিরুদ্ধ। অনেকেই সিংহর হামলায় জখম হয়েছেন বা নিহত হয়েছেন। সেই কারণেই বন দফতর এই নির্দেশিকা জারি করেছে। যাঁরা সিংহর কাছে গিয়ে সেলফি তুলবেন, তাঁদের বন্যপ্রাণী সংরক্ষণ আইন (১৯৭১) অনুসারে সাজা দেওয়া হবে।

 

গুজরাতের গির অভয়ারণ্যে সিংহ দর্শনের জন্য দেশ-বিদেশের পর্যটকরা ভিড় জমান। গত বছরের সুমারিতে জানা গিয়েছে, গুজরাতে সিংহর সংখ্যা বেড়েছে। এখন গিরে সিংহর সংখ্যা ৫২৩। পর্যটকদের সংখ্যা বাড়ার পাশাপাশি দুর্ঘটনাও বাড়ছে। সেই কারণেই বন দফতর নড়েচড়ে বসেছে।