চেন্নাই: যেখানে-সেখানে দেশপ্রেম পরীক্ষা করা উচিত নয়। এমনটাই মনে করেন জনপ্রিয় দক্ষিণী অভিনেতা কমল হাসান। তাঁর কটাক্ষ, প্রতিদিন মধ্যরাতে দূরদর্শনে জাতীয় সঙ্গীত বাজানো যেতে পারে।


সোবারই, সুপ্রিম কোর্ট রায়ে জানিয়েছে, দেশপ্রেম প্রমাণ করার জন্য সিনেমা হলে জাতীয় সঙ্গীতের সময় উঠে দাঁড়ানোর প্রয়োজন নেই। শীর্ষ আদালতের রায়, কোনও ব্যক্তি যদি জাতীয় সঙ্গীতের সময় উঠে না দাঁড়ান, তাহলে কোনওভাবেই এটা মনে করার কারণ নেই যে তাঁর ‘দেশপ্রেম কম’। একইসঙ্গে, সিনেমা হলে জাতীয় সঙ্গীত বাজানো নিয়ন্ত্রণ করতে নিয়ম বদলের বিষয়টি খতিয়ে দেখতে কেন্দ্রকে নির্দেশও দেয় সুপ্রিম কোর্ট।


[embed]https://twitter.com/ikamalhaasan/status/922875769365204992[/embed]

এই প্রেক্ষিতে এদিন টুইটারে কমল হাসান বলেন, সিঙ্গাপুরে প্রত্যেক মধ্যরাতে জাতীয় সঙ্গীত বাজানো হয়। দূরদর্শনে তেমনটা করা যেতেই পারে। যেখানে-সেখানে আমার দেশপ্রেম পরীক্ষা বা মানতে বাধ্য করা যাবে না। তিনি যোগ করেন, তর্কে সিঙ্গাপুরের নাম উঠে এল কারণ, বহু সমালোচক মনে করেন, সেখানে স্বৈরতন্ত্র চলছে। এখানেও কি আমরা তেমনটা চাই? একেবারেই না।


https://twitter.com/ikamalhaasan/status/922891617874219008