তারুরের 'বিদেশিদের মতো ইংরেজি উচ্চারণ' তিনি বুঝতে পারেন না, কটাক্ষ গয়ালের
Web Desk, ABP Ananda
Updated at:
19 Jul 2018 09:00 PM (IST)
নয়াদিল্লি: লোকসভায় পলাতক আর্থিক অপরাধী বিল নিয়ে বিতর্ক চলাকালে শশী তারুরকে কটাক্ষ পীযুষ গয়ালের। তিনি তারুরের 'বিদেশিদের মতো ইংরেজি উচ্চারণ' বুঝতে পারেন না, মন্তব্য করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
তিরুঅনন্তপুরমের কংগ্রেস এমপি বিতর্কে যোগ দিয়ে মোদী সরকারকে আক্রমণ করেন। বলেন, এদের বড় বড় কথা আর কাজের মধ্যে 'বিরাট ফাঁক'। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কোটি কোটি টাকার ঋণ জালিয়াতি করে দেশ ছেড়ে পালানো নীরব মোদীকে দাভোসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ছবিতে দেখা গিয়েছে বলেও অভিযোগ করেন তারুর, এই বলে কটাক্ষ করেন যে, প্রধানমন্ত্রী 'চৌকিদার' হবেন বলেছিলেন। জবাব দিতে উঠে গয়াল তারুরের 'বিদেশি ইংরেজি উচ্চারণ' নিয়ে কটাক্ষ করেন। তারুরের মতোই কেরল থেকে নির্বাচিত আরএসপি সাংসদ এন কে প্রেমাচন্দ্রন এতে আপত্তি করেন। তারুরের পাশে দাঁড়িয়ে বলেন, কেন্দ্রীয় মন্ত্রীর মুখে এ জাতীয় শ্লেষ শোভনীয় নয়। কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী অনন্ত কুমার হস্তক্ষেপ করেন।
দুবারের সাংসদ তারুর বর্তমানে 'হিন্দু পাকিস্তান' মন্তব্যের জেরে বিতর্কের কেন্দ্রে রয়েছেন।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -