লখনউ: রাস্তার ওপর পড়ে রয়েছে ২ কিশোর। চারপাশ ভিজে যাচ্ছে তাদের রক্তে। ঘটনাস্থলে এসে পড়েছে পুলিশ কিন্তু শুধু ওইটুকুই। পুলিশ তাদের পেট্রোল কারে তুলবে না কারণ গাড়িতে নাকি রক্তের দাগ লাগবে!
উত্তর প্রদেশের সাহারানপুরে স্রেফ এভাবেই রাস্তায় পড়ে বহু মানুষের চোখের সামনে ২ কিশোরের মৃত্যু হল। অন্য পথচারীরা তাদের সাহায্যে যথেষ্ট চেষ্টা করেছিলেন, পুলিশকে কাকুতি মিনতি করেন, ছেলেদুটিকে গাড়িতে তুলে হাসপাতালে নিয়ে যেতে। অত রাতে আর কারও কাছে গাড়ি ছিল না।
ছেলেদুটির নাম অর্পিত খুরানা ও সানি. দুজনের বয়সই ১৭। রাস্তায় তারা মুমূর্ষু অবস্থায় পড়ে ছিল, পাশে ছিল তাদের মোটরবাইক। সম্ভবত দ্রুতগতিতে চলা কোনও গাড়ি ধাক্কা মেরেছিল তাদের। একদল পথচারী তাদের তোলার চেষ্টা করছিলেন, পাশেই দাঁড়িয়ে থাকা রাত সফরে বার হওয়া পুলিশ কর্মীদের হাতে পায়ে ধরছিলেন, ছেলেগুলিকে হাসপাতালে নিয়ে যেতে। কিন্তু পুলিশের এক কথা। গাড়িতে রক্ত লাগলে কী হবে!
অন্য পথচারীরা চলন্ত গাড়ি থামানোরও চেষ্টা করছিলেন কিন্তু অত রাতে কোনও গাড়ি থামেনি। একজন মোবাইল ফোনে ঘটনার ভিডিও রেকর্ড করেন, তাতে শোনা যাচ্ছে, এক ব্যক্তি পুলিশকে বলছেন, আপনাদের গাড়ি তো ধুয়ে ফেলা যাবে কিন্তু..
পুলিশের জবাব, গাড়ি ধুয়ে ফেললে আমরা সারা রাত বসব কোথায়! বলে চুপচাপ দাঁড়িয়ে থাকেন তাঁরা। একজন বলেন, এই ছেলেদুটোও তো কারও সন্তান, একটু ভাবুন। পুলিশ নির্বিকার।
শেষমেষ যখন স্থানীয় থানা থেকে গাড়ি এসে পৌঁছয়, ততক্ষণে মারা গিয়েছে অর্পিত আর সানি। হাসপাতালে নিয়ে গেলে তাদের মৃত বলে ঘোষণা করা হয়।
সাহারানপুর পুলিশ স্বীকার করেছে, ভিডিও দেখে ঘটনাটি সত্যি বলেই মনে হচ্ছে। অভিযুক্তদের সাসপেন্ড করা হয়েছে, দেওয়া হয়েছে তদন্তের নির্দেশ।
গাড়িতে রক্তের দাগ লাগবে- যুক্তি দেখিয়ে সাহায্য করল না উত্তর প্রদেশ পুলিশ, রাস্তায় পড়ে দুর্ঘটনার শিকার ২ কিশোরের মৃত্যু
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 Jan 2018 09:56 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -