গতকাল সংবিধানের ৩৭০ ধারা জম্মু ও কাশ্মীরে আর কার্যকর নয় বলে রাজ্যসভায় ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওই ধারায় জম্মু ও কাশ্মীর কিছু বিশেষ অধিকার ভোগ করেছে। দেশের বাকি অংশের মানুষ সেখানে এতদিন জমিজমা, সম্পত্তি কিনতে পারতেন না। আফ্রিদি এ প্রসঙ্গে সোমবারই ট্যুইট করেন, রাষ্ট্রপুঞ্জের প্রস্তাব মতো অবশ্যই কাশ্মীরীদের ন্যায্য অধিকার দিতে হবে। আমাদের সকলের মতো স্বাধীনতা, অধিকার। কেন রাষ্ট্রপুঞ্জের সৃষ্টি হয়েছিল, কেন তারা ঘুমিয়ে আছে? কাশ্মীরে মানবতার বিরুদ্ধে যে অপরাধ, বিনা প্ররোচনায় আগ্রাসন চলছে, অবশ্যই সেদিকে নজর দিতে হবে। মার্কিন প্রেসিডেন্ট মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করুন।
গম্ভীর পাক ক্রিকেটারকে জবাব দিয়েছেন, পাকিস্তান অধিকৃত কাশ্মীরে যে মানবতা-বিরোধী অপরাধ, অত্যাচার চলছে, তারও অবসান হবে। গম্ভীরের ট্যুইট, আফ্রিদিকে দেখুন। বিনা প্ররোচনায় আগ্রাসন চলছে। মানবতা বিরোধী অপরাধ ঘটছে। এসব সামনে নিয়ে আসায় অবশ্যই ওর প্রশংসা প্রাপ্য। তবে শুধু এটুকু ও উল্লেখ করতে ভুলে গিয়েছে যে, এসবই ঘটছে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে। ঠিক আছে, চিন্তা কোরো না, শীগগিরই তা শেষ করব আমরা।