নয়াদিল্লি: পূর্ব দিল্লির বিজেপি বিধায়ক গৌতম গম্ভীরের ট্যুইট-কটাক্ষ শাহিদ আফ্রিদিকে। প্রাক্তন পাকিস্তানি অলরাউন্ডার জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা রদ, সেখানে ৩৭০ অনু্চ্ছেদ বাতিলের ভারত সরকারের সিদ্ধান্তের সমালোচনা করে ‘কাশ্মীরীদের অধিকারের দাবি’ মেনে নেওয়ার জন্য সওয়াল করেন। কেন রাষ্ট্রপুঞ্জ কিছু করছে না, প্রশ্ন তোলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপও দাবি করেন। পাল্টা তাঁকে ট্যুইটে উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়ে কটাক্ষ করেছেন প্রাক্তন ক্রিকেটার গম্ভীর।


গতকাল সংবিধানের ৩৭০ ধারা জম্মু ও কাশ্মীরে আর কার্যকর নয় বলে রাজ্যসভায় ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওই ধারায় জম্মু ও কাশ্মীর কিছু বিশেষ অধিকার ভোগ করেছে। দেশের বাকি অংশের মানুষ সেখানে এতদিন জমিজমা, সম্পত্তি কিনতে পারতেন না। আফ্রিদি এ প্রসঙ্গে সোমবারই ট্যুইট করেন, রাষ্ট্রপুঞ্জের প্রস্তাব মতো অবশ্যই কাশ্মীরীদের ন্যায্য অধিকার দিতে হবে। আমাদের সকলের মতো স্বাধীনতা, অধিকার। কেন রাষ্ট্রপুঞ্জের সৃষ্টি হয়েছিল, কেন তারা ঘুমিয়ে আছে? কাশ্মীরে মানবতার বিরুদ্ধে যে অপরাধ, বিনা প্ররোচনায় আগ্রাসন চলছে, অবশ্যই সেদিকে নজর দিতে হবে। মার্কিন প্রেসিডেন্ট মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করুন।


গম্ভীর পাক ক্রিকেটারকে জবাব দিয়েছেন, পাকিস্তান অধিকৃত কাশ্মীরে যে মানবতা-বিরোধী অপরাধ, অত্যাচার চলছে, তারও অবসান হবে। গম্ভীরের ট্যুইট, আফ্রিদিকে দেখুন। বিনা প্ররোচনায় আগ্রাসন চলছে। মানবতা বিরোধী অপরাধ ঘটছে। এসব সামনে নিয়ে আসায় অবশ্যই ওর প্রশংসা প্রাপ্য। তবে শুধু এটুকু ও উল্লেখ করতে ভুলে গিয়েছে যে, এসবই ঘটছে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে। ঠিক আছে, চিন্তা কোরো না, শীগগিরই তা শেষ করব আমরা।