মুম্বইলকডাউনের মধ্যেই মহারাষ্ট্রের মুম্বইতে জোড়া পথ দুর্ঘটনা। দক্ষিণ মুম্বইয়ের মেরিন ড্রাইভে দাঁড়িয়ে থাকা বাসে ধাক্কা গাড়ির। নিহত গাড়িতে থাকা এক হোটেল ব্যবসায়ীর  ১৯ বছরের ছেলে। মঙ্গলবার সন্ধেয় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। বিডি সোমানি চকের কাছে এসএন রোডে। পুলিশের আধিকারিক জানিয়েছেন, আর্যমান রাজেশ নাগপাল, শৌর্য্যসিং শরদ জৈন দুর্ঘটনায় গুরুতর জখম। তাদের দুজনেরই বয়স ১৯।  হাসপাতালে নিয়ে আসা হল আর্যমানকে মৃত ঘোষণা করা হয়। মৃতের বাবা মুম্বইয়ে একটি হোটেলের মালিক। অন্যদিকে, শৌর্যের চিকিত্সা চলছে। গাড়িতে চালকের আসনে কে ছিল, তা এখনও জাননতে পারেনি পুলিশ। এরপর আরও একটি দুর্ঘটনা ঘটে আন্ধেরি (পূ্র্ব)-তে। মঙ্গলবার রাতে এমআইডিসি এলাকায় মত্ত অবস্থায় একটি জাগুয়ার গাড়ির চালক দাঁড়িয়ে থাকা একটি টেম্পোতে ধাক্কা মারে। এই ঘটনায় গাড়ির চালক ৩৫ বছরের হিতেশ শাহর মৃত্যু হয়েছে। পুলিশ  এই ঘটনায় ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেছে। পুলিশ জানিয়েছে,  এই দুর্ঘটনা ঘটে মঙ্গলবার রাত পৌনে দশটা নাগাদ। ভিলে পার্ল এলাাকার বাসিন্দা হিতেশ মত্ত অবস্থায় রাস্তায় বিপরীত দিক থেকে তীব্র গতিতে গাড়ি চালিয়ে আসছিলেন। এই অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি দাঁড়িয়ে থাকা টেম্পোতে ধাক্কা মারে। গুরুতর জখম হন হিতেশ। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিত্সা চলাকালেই বুধবার তাঁর মৃত্যু হয়। পুলিশের এক পদস্থ আধিকারিক বলেছিলেন, হিতেশ মদ্যপ অবস্থায় ছিলেন কিনা, তা নিশ্চিত হবে চিকিত্সকদের রিপোর্টে। তবে তাঁর কাছ থেকে মদের গন্ধ পাওয়া গিয়েছিল।