ছট পুজো স্পেশাল: ফের চালু হচ্ছে হাওড়া-ধানবাদ এসি ডবল ডেকার
Web Desk, ABP Ananda | 21 Oct 2016 04:45 PM (IST)
কলকাতা: সাময়িকভাবে পূর্ব ভারতের একমাত্র ডবল ডেকার ট্রেনের যাত্রা চালু হচ্ছে আগামী ২৩ তারিখ। রেল সূত্রে জানানো হয়েছে, আপাতত হাওড়া-ধানবাদ রুটে এই ট্রেন চলবে। মূলত ছট উৎসবের ভিড় সামলাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, অক্টোবর ২৩ থেকে ৮ নভেম্বর পর্যন্ত এই ট্রেন চলাচল করবে। জানা গিয়েছে, ১২৩৮৫ আপ হাওড়া-ধানবাদ ডবল ডেকার ছট পুজো স্পেশাল হাওড়া ছাড়বে দুপুর ২টো ৩৫ নাগাদ। ধানবাদ পৌঁছবে ওইদিন সন্ধ্যে ৬টা ৫০ মিনিট নাগাদ। একইভাবে, ১২৩৮৬ ডাউন ট্রেনটি ধানবাদ ছাড়বে সকাল ৭টো ৪০ মিনিট নাগাদ। হাওড়া পৌঁছবে ওইদিন দুপুর ১২টা নাগাদ। ২০১১ সালে বহু ঘটা করে বাতানুকূল ডবল ডেকার ট্রেন পরিষেবা চালু করা হয়েছিল। কিন্তু, যাত্রীসাড়া তেমন না মেলায় ২০১৫ সালে তা প্রত্যাহার করা হয়। আরও অভিযোগ, এই ট্রেনের রেকগুলি অন্য ট্রেনের তুলনায় বেশি চওড়া হওয়ায় তা প্ল্যাটফর্মের সঙ্গে ঘষা খেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। যে কারণে, কিছু প্ল্যাটফর্মের ধার বাড়াতে বাধ্য হয়েছিল রেল কর্তৃপক্ষ। পূর্ব রেলের মুখপাত্র আর এন মহাপাত্র জানিয়েছেন, রুটে কেমন যাত্রী হচ্ছে, তা খতিয়ে দেখার পর এই পরিষেবাকে পরে দীর্ঘস্থায়ী করা হতে পারে।