চন্ডীগড়: কার্গিল যু্দ্ধের নায়ক, বীরচক্র পুরস্কার পাওয়া সতপাল সিংহ তাঁরই রাজ্যের সিনিয়র পুলিশ কনস্টেবল হিসাবে রাস্তায় যানজট, গাড়িঘোরা সামলাচ্ছেন বলে জানতে পেরে তাঁর ডবল প্রোমোশনের নির্দেশ দিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দার সিংহ। সতপাল সেনাবাহিনী থেকে অবসরের পর পঞ্জাব পুলিশে যোগ দেন। কার্গিল যুদ্ধে প্রবল বিক্রম, শৌর্য্য দেখিয়েছিলেন তিনি। কার্গিল থেকে দখলদার পাকিস্তানিদের হঠাতে অপারেশন বিজয় অভিযানের সময় তিনি নিযুক্ত ছিলেন দ্রাস সেক্টরে। টাইগার হিল দখলে ভারতীয় সেনাকে সাহায্য করা বাহিনীতে সামিল হয়েছিলেন। পাকিস্তানি সেনার নর্দার্ন লাইট ইনফ্যান্ট্রির ক্যাপ্টেন কর্নেল শের খান, আরও তিনজন তাঁর হাতে প্রাণ দেন। পরবর্তীকালে এক ভারতীয় ব্রিগেড কমান্ডারের সুপারিশেই পাকিস্তানের সাহসিকতার সর্বোচ্চ পুরস্কার নিশান-ঈ-হায়দর পেয়েছিলেন শের খান।
অমরিন্দার দুঃখ প্রকাশ করেছেন যে, কার্গিল যুদ্ধে সাহসী ভূমিকা পালন করা সতপালকে একজন সিনিয়র কনস্টেবল হিসাবে কাজ করতে হচ্ছে! ২০১০ সালে পুলিশ বাহিনীতে নিয়োগের সময় সতপালের যোগ্যতা, দক্ষতাকে আগের শিরোমনি অকালি দল-বিজেপি জোট সরকার উপেক্ষা করেছে বলে অভিযোগ করেছেন তিনি।
জনৈক সরকারি মুখপাত্র বলেন, কার্গিল যুদ্ধে তাঁর স্মরণীয় ভূমিকার জন্য মুখ্যমন্ত্রীর সরাসরি নির্দেশের ফলে নিয়ম শিথিল করে সতপালকে অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর হিসাবে প্রোমোশন দেওয়া হল। অকালিরা তাঁকে প্রাপ্য সম্মান দেয়নি বলেও অভিযোগ করেন তিনি।
পঞ্জাব পুলিশের ডিজি দিনকর গুপ্তা বলেন, সতপালকে পঞ্জাব পুলিশের সিনিয়র কনস্টেবল হিসাবে নেওয়া হয়েছিল, এখন তিনি সাঙ্গরুরের ভবানীগড়ে দারুণ ভাবে নিজের দায়িত্ব পালন করছেন। তিনি জানান, নিয়ম শিথিল করার জন্য মন্ত্রিসভার প্রয়োজনীয় অনুমোদন জোগাড় করা হবে। সতপালকে সাঙ্গরুরে পোস্টিং দেওয়া হয়েছিল। তবে তিনি ৬ মাস আগে ভবানীগড়ে বদলি চান। সেই আর্জি মঞ্জুরও হয়।