মুম্বই:  একের পর এক ঝড়ে কার্যত মঙ্গলবার সকাল থেকে বিপর্যস্ত বাণিজ্যনগরী মুম্বই। বৃষ্টি চলছে একটানা, তার জেরে জলমগ্ন মুম্বইয়ের বিভিন্ন রাস্তা। এরমধ্যে আবার মঙ্গলবার সকালে আন্ধেরি স্টেশনের কাছে রেল লাইনের ওপর একটি ওভারব্রিজের একাংশ ভেঙে পড়ে। ঘটনায় বিপর্যস্ত গোটা ওয়েস্টার্ন লোকাল লাইনের রেল পরিষেবা। দমকল এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী যখন সেখানে উদ্ধার কাজে ব্যস্ত, তখনই অপর এক জায়গায় একটি ডবল ডেকার বাস এসে ওভারহেড রেলিংয়ে ধাক্কা মারে। পরপর দুর্ঘটনা ও প্রাকৃতিক দুর্যোগের জেরে মঙ্গলবার সকাল থেকে থমকে গিয়েছে মুম্বইয়ের স্বাভাবিক জনজীবন।



বাস দুর্ঘটনাটি ঘটেছে কারণ, যানজট এড়াতে অন্য রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করেছিল দোতলা বাসটি। তবে এই ঘটনায় কারও আহত হওয়ার খবর মেলেনি।