অমৃতসর: সীমান্তে উত্তেজক পরিস্থিতির মধ্যেই ক্ষণিকের জন্য সাক্ষাত হল ভারত ও পাকিস্তানের দুই শীর্ষ কর্তার।


হার্ট অফ এশিয়া সম্মেলনে যোগ দিতে ভারতে এসেছেন আজিজ। গতকাল রাতে সম্মেলনে পাঁচ রাষ্ট্রের বিদেশমন্ত্রীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। এরপর সরকারি অতিথিদের জন্য নৈশভোজে যোগ দিতে আসার সময় দোভালের সঙ্গে সাক্ষাত করেন আজিজ।


বিদেশমন্ত্রক সূত্রে খবর, শনিবার রাতে পাকিস্তানের বিদেশ বিষয়ক উপদেষ্টা সরতাজ আজিজের সঙ্গে দেখা করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। জানা গিয়েছে, দোভাল এবং আজিজ একসঙ্গে প্রায় ১০০ ফুট একসঙ্গে কথা বলতে বলতে এগিয়ে যান। যদিও, দুজনের মধ্যে ঠিক কী কী বিষয়ে কথা হয়েছে, তা জানা যায়নি।


অন্যদিকে, পাক সংবাদমাধ্যমের দাবি, দুজনের মধ্যে বৈঠক হয়। যদিও, ভারতের তরফে বৈঠকের দাবি খারিজ করে দেওয়া হয়েছে। বিদেশমন্ত্রকের মুখপাত্র বিকশ স্বরূপ জানিয়ে দেন, কোনও বৈঠক হয়নি। পরে, নৈশভোজের সময় মোদীর সঙ্গে সৌজন্য বিনিময় করেন আজিজ।


এর আগে, গতকাল বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে ফুলের স্তবক পাঠিয়ে তাঁর আরোগ্য কামনা করেন আজিজ। প্রসঙ্গত, কিডনির সমস্যা নিয়ে বর্তমানে চিকিৎসাধীন সুষমা। তিনি এই সম্মেলনে যোগ দেন নি। তাঁর জায়গায় এই সম্মেলনে যোগ দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।


এখানে বলে রাখা প্রয়োজন, গত বছর ইসলামাবাদে অনুষ্ঠিত হার্ট অফ এশিয়া সম্মেলনে কথা হয়ছিল সুষমা ও সরতাজের মধ্যে। সেখানে দুই দেশই সুসংহত দ্বিপাক্ষিক আলোচনা শুরু করায় সম্মত হয়েছিল।


কিন্তু, তারপর জানুয়ারি মাসে পঠানকোট হামলা এবং তার পরবর্তী অধ্যায়ে একাধিক পাক-মদতপুষ্ট জঙ্গিহামলার জেরে তা ভেস্তে যায়। সাম্প্রতিককালে, উরি ও নাগরোটায় জঙ্গি হামলা এবং সীমান্তজুড়ে পাক সেনার লাগাতার সংঘর্ষবিরতি চুক্তিভঙ্গের জেরে দুদেশের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে।


চলতি সপ্তাহ, ভারতে নিযুক্ত পাক হাই কমিশনার আব্দুল বসিত জানান, ভারতের সঙ্গে নিঃশর্ত আলোচনা শুরু করতে রাজি পাকিস্তান। যদিও, ভারত পাল্টা জানিয়ে দেয়, সীমান্তপার সন্ত্রাসকে তারা কখনই ‘নতুন স্বাভাবিক’ পরিবেশ হিসেবে ধরবে না। নয়াদিল্লির জবাব, ‘লাগাতার সন্ত্রাসের’ আবহে কোনওপ্রকার আলোচনা সম্ভব নয়।