জম্মু: নিরাপত্তা নিয়ে সকলকে আশ্বস্ত করতে বুধবার জম্মু ও কাশ্মীরের স্থানীয়দের সঙ্গে সময় কাটালেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। দক্ষিণ কাশ্মীর এলাকায় স্থানীয়দের সঙ্গে রাস্তার বন্ধ দোকানের সামনে বসে খাবার খেলেন ডোভাল। তিনি জানান, সকলের নিরাপত্তা নিশ্চিত করাটা সরকারের দায়িত্ব।
সংবিধানের ৩৭০ ধারা রদ করার একদিন পরেই কাশ্মীরে গেলেন ডোভাল। সোপিয়ান জেলার বাসিন্দাদের তিনি বলেন, ‘সবকিছু ঠিক হয়ে যাবে। আপনাদের নিরাপত্তা ও সুরক্ষা আমাদের দায়িত্ব।’ জম্মু ও কাশ্মীর এবং লাদাখকে দুটি পৃথক কেন্দ্রশাসিত রাজ্যে পরিণত করার পর স্থানীয়দের প্রতিক্রিয়াও শোনেন তিনি। ডোভাল সকলকে বলেন, ‘আপনাদের সন্তানেরা এবং তাদের সন্তানেরা এখানেই থাকবে। সারা বিশ্বে তারা নিজেদের সুনাম প্রতিষ্ঠা করবে। জম্মু ও কাশ্মীরের পুলিশ দেশের অন্যতম সেরা। ওরা পরিস্থিতি দক্ষভাবে সামলাবে।’
১২ আগস্ট ঈদ। সেই উপলক্ষ্যে কাশ্মীরের বিধিনিষেধ শিথিল করা হতে পারে বলে খবর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে। অশান্তি এড়াতে ১৪৪ ধারা জারি করার পাশাপাশি মোবাইল ও ইন্টারনেট পরিষেবা বন্ধ-সহ একাধিক পদক্ষেপ করেছে কেন্দ্রীয় সরকার। তবে ঈদে যাতে সকলে স্বতঃস্ফূর্ততার সঙ্গে অংশগ্রহণ করতে পারেন, তার জন্য বিধিনিষেধ আংশিক বা পুরোপুরি শিথিল করা হতে পারে বলে ইঙ্গিত।
কাশ্মীরের রাস্তায় স্থানীয়দের সঙ্গে খাবার খেলেন ডোভাল, ঈদ উপলক্ষে শিথিল হতে পারে বিধিনিষেধ
Web Desk, ABP Ananda
Updated at:
07 Aug 2019 10:00 PM (IST)
১২ আগস্ট ঈদ। সেই উপলক্ষ্যে কাশ্মীরের বিধিনিষেধ শিথিল করা হতে পারে বলে খবর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -