নয়াদিল্লি: ভারতরত্ন, দলিত সমাজের প্রতিনিধি বি.আর অম্বেদকরের ১২৫তম জন্মবার্ষিকীতে, তাঁকে শ্রদ্ধা জানিয়ে, ‘বিশ্বমানব’ বলে সম্বোধন করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় সংবিধানের স্রষ্টা, তাঁর পুরো জীবনটাই গরীব ও দলিত শ্রেণীর মানুষের উন্নয়নের স্বার্থে উত্সর্গ করেছিলেন।


অম্বেদকরের জন্মদিনে তাঁকে স্মরণ করে ‘জয় ভীম’ বলে সম্বোধন করেছেন প্রধানমন্ত্রী। আজকের দিনে তাঁর স্মৃতি রমন্থণে মোদী বলেন, অম্বেদকর সারা জীবন শিক্ষাকে গুরুত্ব দিয়েছেন। অর্থনৈতিকভাবে সমাজকে উন্নত করার জন্যে তিনি সবসময় কৃষক ও শ্রমিকশ্রেণীর মানুষের উন্নয়নকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার কথা বলেছেন।
দেশজুড়ে অম্বেদকরের স্মৃতিতে আজ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।