মুম্বই: হজযাত্রীদের জন্য ভর্তুকি বিলোপ, ৪৫ বছরের বেশি বয়সি মহিলাদের পুরুষ সঙ্গী ছাড়াই অন্তত চারজনের দলে ভ্রমণ, হজযাত্রায় রওনা হওয়া স্থানের সংখ্যা ২১ থেকে কমিয়ে ৯ করা সহ একগুচ্ছ বদলের প্রস্তাব দিল কেন্দ্রীয় সরকারের হজ কমিটি। আজ কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নকভির কাছে এই খসড়া প্রস্তাব জমা দিয়েছে প্রাক্তন সচিব আফজল আমানুল্লার নেতৃত্বাধীন কমিটি। সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক সূত্রে খবর, ২০১২ সালে কেন্দ্রীয় সরকার এক রায়ে বলেছিল, ২০২২ সালের মধ্যে কেন্দ্রীয় সরকারকে ধীরে ধীরে হজে ভর্তুকি তুলে দিতে হবে। সেই নির্দেশ অনুসারেই হজ সংক্রান্ত নীতির খসড়া প্রস্তাব পেশ করা হয়েছে।


নকভি বলেছেন, ‘নতুন হজ নীতি অনুসারেই ২০১৮ সালে হজযাত্রা হবে। খসড়া প্রস্তাব দেখে মনে হচ্ছে এই নীতি বেশ ভাল হতে চলেছে। হজযাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তার কথা মাথায় রেখে স্বচ্ছ ও মানুষের পক্ষে সুবিধাজনক নীতি গ্রহণ করা হচ্ছে।’

এতদিন মহিলারা বাবা, ভাই বা ছেলের মতো পুরুষ সঙ্গী ছাড়া হজযাত্রায় যেতে পারতেন না। নয়া প্রস্তাবে ৪৫ বছরের বেশি বয়সি মহিলাদের ক্ষেত্রে এই নিয়ম বদলের কথা বলা হয়েছে। তবে ৪৫ বছরের কম বয়সি মহিলাদের ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকছে। হজে ভর্তুকি তুলে দিয়ে সেই অর্থ মুসলিমদের শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে ব্যয় করার প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া খরচ কমানোর জন্য হজযাত্রীদের বিমানের বদলে জাহাজে পাঠানোরও প্রস্তাব দেওয়া হয়েছে। দিল্লি, লখনউ, কলকাতা, আমদাবাদ, মুম্বই, চেন্নাই, হায়দরাবাদ, বেঙ্গালুরু ও কোচিন থেকে হজযাত্রীদের পাঠানোর কথা বলা হয়েছে।