নয়াদিল্লি: মধুচন্দ্রিমা থেকে ফেরার পথে বিমানবন্দরে নেমে পালাল নববধূ। ঘটনাটি ঘটেছে সোমবার। লখনউয়ের এক সদ্য বিবাহিত ব্যক্তি মধুচন্দ্রিমায় গিয়েছিলেন তাঁর বউকে নিয়ে। বাগডোগরা বিমানবন্দর থেকে ফেরার বিমানে করে দিল্লিও পৌঁছে যান নবদম্পতি। কিন্তু দিল্লি বিমানবন্দরে পৌঁছেই ঘটে গেল আজব কাণ্ডটি। সেই ব্যক্তির নববিবাহিতা বউ তাঁর কাছে মোবাইল ও ব্যাগটি রেখে যান বাথরুমে।
তারপর স্বামী দীর্ঘ তিরিশ মিনিট অপেক্ষা করার পর দেখেন তাঁর স্ত্রী ফিরছেন না। ঘটনার পরই দিল্লি পুলিশের সঙ্গে যোগাযোগ করেন ওই ব্যক্তি। তারপর দিল্লি পুলিশের তরফে কেন্দ্রীয় ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের সঙ্গে যোগযোগ করা হয়। বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে রয়েছে এই সংস্থাই।
সিসিটিভি খুটেজ খতিয়ে দেখে দেখা যায় বিমানবন্দরের বাথরুমের মধ্যে এক মহিলা নীল শাড়ি পরে ঢুকছেন। কিন্তু পরে সেখান থেকে বোরখা পরে এক মহিলা বেরিয়ে যান। ওই ব্যক্তি বোরখায় ঢাকা মহিলার দৈর্ঘ্য ও চেহারার গঠন দেখে দাবি করেন ওই মহিলাই তাঁর স্ত্রী। সিসিটিভি ফুটেজে দেখা যায় ওই মহিলা বিমানবন্দর থেকে বেরিয়ে ভিআইপি পার্কিংয়ের কাছে এক ব্যক্তির সঙ্গে কথা বলে, গাড়িতে উঠে যায়।
সিআইএসএফ আধিকারিকদের দাবি, মহিলাটি ইচ্ছাকৃত ভাবেই নিজের মোবাইল ও ব্যাগ ফেলে গেছেন। কারণ, এরফলে কেউ তাঁর সন্ধান পাবে না। প্রসঙ্গত, প্রথমে সিআইএসএফ আধিকারিকরা ঘটনাটিকে অপহরণের ঘটনা হিসেবে দেখলেও, পরে বুঝতে পারেন ঘটনাটি পালিয়ে যাওয়ার। তাই আর এবিষয় কোনও তদন্ত এগিয়ে নিয়ে যাননি তাঁরা।
মধুচন্দ্রিমা থেকে ফিরে বিমানবন্দরে স্বামীর কাছে ফোন রেখে পালল বউ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 May 2016 08:25 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -