ডিআরডিও-র পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতের সশস্ত্রবাহিনীর হয়ে ২৪ ঘণ্টা নজরদারি চালানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রিডেটর ড্রোনের আদলে ‘রুস্তম-২’ তৈরি করা হয়েছে। উচ্চক্ষমতাসম্পন্ন ইঞ্জিনযুক্ত এই ড্রোন আজ প্রথমবার ওড়ানো হল। সেই পরীক্ষা সফল হওয়ায় সবাই খুশি। এই ড্রোন তৈরি করতে প্রায় দেড় হাজার কোটি টাকা ব্যয় হয়েছে। ডিআরডিও, হ্যাল ও ভারত ইলেকট্রনিক্স লিমিটেড যৌথভাবে এই ড্রোন তৈরি করেছে। ভারতীয় সেনাবাহিনীর তিন বিভাগের হয়েই কাজ করবে ‘রুস্তম-২’।