ডিআরডিও-র পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতের সশস্ত্রবাহিনীর হয়ে ২৪ ঘণ্টা নজরদারি চালানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রিডেটর ড্রোনের আদলে ‘রুস্তম-২’ তৈরি করা হয়েছে। উচ্চক্ষমতাসম্পন্ন ইঞ্জিনযুক্ত এই ড্রোন আজ প্রথমবার ওড়ানো হল। সেই পরীক্ষা সফল হওয়ায় সবাই খুশি। এই ড্রোন তৈরি করতে প্রায় দেড় হাজার কোটি টাকা ব্যয় হয়েছে। ডিআরডিও, হ্যাল ও ভারত ইলেকট্রনিক্স লিমিটেড যৌথভাবে এই ড্রোন তৈরি করেছে। ভারতীয় সেনাবাহিনীর তিন বিভাগের হয়েই কাজ করবে ‘রুস্তম-২’। ‘রুস্তম-২’ ড্রোনের পরীক্ষামূলক উড়ান সফল
Web Desk, ABP Ananda | 25 Feb 2018 07:33 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
নয়াদিল্লি: চালকবিহীন বিমান ‘রুস্তম-২’ এর পরীক্ষামূলক উড়ান সফল হয়েছে বলে জানাল ডিআরডিও। আজ দুপুর দুটো নাগাদ কর্ণাটকের চিত্রদুর্গ জেলার চালাকেরে থেকে মাঝারি উচ্চতায় দীর্ঘক্ষণ ওড়ার ক্ষমতাযুক্ত এই ড্রোন ওড়ানো হয়। ডিআরডিও চেয়ারম্যান এস ক্রিস্টোফার, বিমান ব্যবস্থাপনা বিভাগের ডিরেক্টর জেনারেল সি পি রামনারায়ণ, বৈদ্যুতিন ও যোগাযোগব্যবস্থা বিভাগের ডিজি জে মঞ্জুলা সহ অন্যান্য বিজ্ঞানীরা ‘রুস্তম-২’-এর পরীক্ষার সময় হাজির ছিলেন।