মুম্বই: আগামী ৫ বছরের মধ্যে মহারাষ্ট্রের জল সঙ্কট চিরতরে মিটে যাবে, এটা সুনিশ্চিত করা আমির খানের স্বপ্ন। গতকাল এখানে সত্যমেব জয়তে ওয়াটার কাপ পুরস্কার, ২০১৬ বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। তীব্র খরায় শুকিয়ে যাওয়া মহারাষ্ট্রে জল সংরক্ষণে উত্সাহ দিতে প্রতিযোগিতা হয়েছিল বিভিন্ন গ্রামের মধ্যে। ২০ এপ্রিল থেকে ৫ জুন সময়সীমার মধ্যে কোন গ্রাম কতটা জল ধরে রেখেছে, সেই প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে ছিলেন আমির। তাঁর জনপ্রিয় টিভি শো সত্যমেব জয়তে-র গোটা টিম হাজির ছিল।


আমির ও তাঁর স্ত্রী পানি ফাউন্ডেশন নামে একটি সংস্থা তৈরি করেছেন, যারা রাজ্যে জলাভাব ঘোচানোর উদ্যোগে রাজ্য সরকারের সঙ্গে হাত মিলিয়েছে। ৫০ লক্ষ, ৩০ লক্ষ টাকার প্রথম ও দ্বিতীয় পুরস্কার দেওয়া হয় তিনটি গ্রামকে। ২০ লক্ষ টাকার তৃতীয় পুরস্কারও ভাগ করে নেয় দুটি গ্রাম। সেখানেই আমির রাজ্যকে খরামুক্ত করতে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফঢ়নবিশের উদ্যোগের প্রশংসা করে আমির বলেন, পরের ৫ বছরে মহারাষ্ট্রে কোনও খরা থাকবে না, এটাই আমাদের স্বপ্ন। এটা আমাদের সৌভাগ্য যে, মহারাষ্ট্র ওনার মতো একজন মুখ্যমন্ত্রী পেয়েছে যিনি জল সঙ্কট সমাধানের শপথ নিয়েছেন। ওনার প্রবল রাজনৈতিক ইচ্ছাশক্তি আছে। এমন প্রয়াসে মানুষের সক্রিয় অংশগ্রহণ সবচেয়ে প্রয়োজনীয় বলে মন্তব্য করে আমির ও তাঁর টিমের প্রয়াসের প্রশংসা করেন মুখ্যমন্ত্রীও। বলেন, খরার অবসান ঘটানোই আমাদের যুগধর্ম। লক্ষ্য সেটাই। জল সংরক্ষণের এক বড় আন্দোলনের সূচনা হয়েছে। ধন্যবাদ আমিরকে। রিল লাইফের পাশাপাশি বাস্তব জীবনেও উনি পারফেকশনিস্ট।

উল্লেখ্য, জল ধরে রাখার এই প্রতিযোগিতার প্রথম সংস্করণটি হয়েছে ৩টি গ্রামকে নিয়ে। পরের সংস্করণে ৩০টি গ্রামকে নিয়ে প্রতিযোগিতা হতে পারে বলে জানান আমির।