নয়াদিল্লি: উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার মাদ্রাসার ছাত্রদের জন্য পোশাকবিধি চালু করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোশাক নিয়ে প্রশ্ন তুললেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহ। তিনি কটাক্ষ করে বলেছেন, ‘উত্তরপ্রদেশের মাদ্রাসার ছাত্রদের বলা হয়েছে, কুর্তা-পায়জামা পরা চলবে না। শার্ট-প্যান্ট পরে যেতে হবে। এটা কোনও কথা হল! স্বয়ং নরেন্দ্র মোদী চুড়িদার পায়জামা ও কুর্তা পরেন। তিনি কেন শার্ট-প্যান্ট পরেন না? ব্যর্থতা থেকে দৃষ্টি ঘোরানোর জন্যই যোগী আদিত্যনাথ সরকার এই ধরনের কথা বলছে।’
উত্তরপ্রদেশের মন্ত্রী লক্ষ্মীনারায়ণ চৌধুরী অবশ্য দাবি করেছেন, রাজ্য সরকার মাদ্রাসার ছাত্রদের পোশাক বিধির বিষয়ে কোনও নির্দেশ দেয়নি। তাই এ বিষয়ে বিতর্কের কোনও কারণ নেই।
মাদ্রাসা ছাত্রদের পোশাক বিধি: প্রধানমন্ত্রী কেন শার্ট-প্যান্ট পরেন না? কটাক্ষ দিগ্বিজয় সিংহের
Web Desk, ABP Ananda
Updated at:
05 Jul 2018 04:45 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -