গুরগাঁও: মারাত্মক ঘটনা। টোল প্লাজায় কর না দিয়ে প্লাজার ম্যানেজারকে গাড়ির তলায় পিষে মারার চেষ্টা!


গতকাল সকালে এখানকার খেরকি দৌলা টোল প্লাজায় স্থানীয় বেসরকারি সংস্থার একটি বাসের চালকের কাছে ৬০ টাকা ট্যাক্স চান টোল কালেক্টর। পুলিশ জানিয়েছে, বাস ড্রাইভার ট্যাক্স না দিয়ে গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে। টোল ম্যানেজার তা দেখে বেরিয়ে এসে তাকে থামতে বলেন। চালক তাঁকে চাপা দিয়েই বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। তিনি কোনওক্রমে লাফিয়ে সরে গিয়ে প্রাণ বাঁচান। সিসিটিভি-তে ধরা পড়া গোটা ঘটনার ফুটেজ গুরগাঁও পুলিশের হাতে তুলে দিয়েছে। খেরকি দৌলা থানায় মামলা রুজু হয়েছে ওই ড্রাইভারের বিরুদ্ধে।

অন্য একটি ঘটনায় গত শুক্রবার এক ট্রাক চালকের কাছে টোল ট্যাক্স চাওয়ায় এক টোল কালেক্টরকে মারধর করার অভিযোগ উঠেছে ৬-৭ জনের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, স্থানীয়দের টোল ট্যাক্স দিতে হয় না। তারা ছাড় পায়। ট্রাক চালকটি এই সংক্রান্ত রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেখায়। কিন্তু টোল কালেক্টরের দাবি, সার্টিফিকেটটি জাল। ট্যাক্স দিতেই হবে। ট্রাক ড্রাইভার এরপর আশপাশের গ্রাম থেকে লোকজন ডেকে এনে তাদের দিকে কালেক্টরকে মার খাওয়ায়।