ভুবনেশ্বর: পুরীর জগন্নাথ মন্দিরের ওপর ক্যামেরা সহ ড্রোন ওড়ানোর জেরে ৪ রুশ নাগরিককে আটক করা হয়েছে। এঁদের মধ্যে ২ জন মহিলা। অভিযোগ, সিংহদ্বার পুলিশ স্টেশনের কাছে রাধাবল্লভ মঠের ছাদ থেকে এঁরা ড্রোনটি উড়িয়েছিলেন। জিজ্ঞাসাবাদের পর ব্যক্তিগত বন্ডে এঁদের ছেড়ে দেওয়া হয়েছে।
ড্রোনের হাই ডেফিনিশন ক্যামেরার একটি মেমোরি কার্ড বাজেয়াপ্ত করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে জানা গিয়েছে, এই ৪ অভিযুক্তই ইস্কনের ভক্ত। ৭ তারিখ এঁরা পুরীতে এসেছেন। অভিযুক্তদের দাবি, তাঁদের জগন্নাথ মন্দির পরিক্রমার ইচ্ছে ছিল। ভক্তদের যাতে গোটা প্রক্রিয়া বুঝতে সুবিধে হয় তাই মন্দিরের ওপর ড্রোন উড়িয়ে সব কিছু ক্যামেরাবন্দি করে নিতে চান তাঁরা।
কিন্তু জগন্নাথ মন্দিরের আশপাশের এলাকা নো ফ্লাই জোন বলে ঘোষণা করেছে রাজ্য সরকার। ২০১৪-য় এভাবেই মন্দিরের ওপর ভিডিও ক্যামেরা উড়িয়ে এরিয়াল ভিডিও তৈরি হয়। তা আপলোড করা হয় সোশ্যাল মিডিয়ায়। তারপরই ওই এলাকা নো ফ্লাই জোন বলে ঘোষণা করে রাজ্য।
পুরীর জগন্নাথ মন্দিরের ওপর ড্রোন ওড়ানোর অভিযোগ, আটক ৪ রুশ নাগরিক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Dec 2017 10:10 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -