বিএইচইউ ও এএমইউ থেকে হিন্দু, মুসলিম শব্দ ফেলে দিন, পরামর্শ ইউজিসির

Continues below advertisement
নয়াদিল্লি: বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় ও আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে যেভাবে হিন্দু ও মুসলিম শব্দদুটি রয়েছে, তা তাদের ধর্মনিরপেক্ষ চরিত্রের সঙ্গে খাপ খায় না। ওদুটি ফেলে দেওয়া উচিত। ইউনাইটেড গ্রান্ট কমিশন বা ইউজিসির একটি প্যানেল এমনই পরামর্শ দিয়েছে। ১০টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে গঠিত হয় এই প্যানেল। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্যানেল সদস্য জানিয়েছেন, কেন্দ্রের অর্থে চলা বিশ্ববিদ্যালয়গুলি ধর্মনিরপেক্ষ সংস্থা তাই ধর্মীয় পরিচয়বাহী শব্দ তাদের চরিত্রের সঙ্গে মানানসই নয়। তাই ওই দুটি বিশ্ববিদ্যালয়কে শুধু বেনারস বিশ্ববিদ্যালয় বা আলিগড় বিশ্ববিদ্যালয় বলা উচিত বা নাম দেওয়া যেতে পারে তাদের প্রতিষ্ঠাতার নামে। এএমইউ ও বিএইচইউ ছাড়া অন্য যে বিশ্ববিদ্যালয়গুলির হিসেবনিকেশ এই প্যানেল অডিট করেছে, সেগুলি হল পন্ডিচেরি বিশ্ববিদ্যালয়, এলাহাবাদ বিশ্ববিদ্যালয়, উত্তরাখণ্ডের হেমবতী নন্দন বহুগুণা গাড়োয়াল বিশ্ববিদ্যালয়, জম্মু, রাজস্থান ও ঝাড়খণ্ডের তিনটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়, ওয়ার্ধার মহাত্মা গাঁধী অন্তরাষ্ট্রীয় হিন্দি বিশ্ববিদ্যালয় ও মধ্যপ্রদেশের হরি সিংহ গৌড় বিশ্ববিদ্যালয়।
Continues below advertisement
Sponsored Links by Taboola