নয়াদিল্লি: খরা-কবলিত মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের অন্তর্গত ওয়াকালা গ্রামের সহায়তায় সাংসদ-তহবিল থেকে ১ কোটি টাকা দেওয়ার ঘোষণা করেছিলেন প্রাক্তন ক্রিকেটার তথা রাজ্যসভার সাংসদ সচিন তেন্ডুলকর। এর জন্য সচিন গ্রাম প্রশাসককে জানিয়েছিলেন, কোথায়, কী ভাবে টাকা দিলে গ্রামবাসীদের সুবিধে হবে।
সেটা ছিল ২০১৪ সাল। অভিযোগ, টাকার খরচ কী ভাবে হবে, সেই সম্পর্কে কোনও সহমতে পৌঁছতে পারেননি গ্রামবাসীরা। ফলস্বরূপ, সচিনের ইচ্ছা সত্ত্বেও, তহবিলের একটি কানাকড়িও খরচ করা সম্ভব হয়নি। সম্প্রতি, এমনই চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ পেয়েছে একটি রিপোর্টে।
গ্রামবাসীদের এই সহমতে না পৌঁছানোর জন্য তাঁদের মধ্যে থাকা জাতপাতের বিভেদকে দায়ী করা হয়েছে রিপোর্টে। যদিও, রিপোর্ট পুরোপুরি খারিজ করে দিয়েছে গ্রাম পঞ্চায়েত। এক সদস্য জানিয়েছেন, গ্রামবাসীদের মধ্যে তেমন কোনও সমস্যাই নেই।
তিনি দাবি করেছেন, গ্রামে সকলেই জাত-ধর্ম নির্বিশেষে শান্তিতেই বসবাস করছেন। ওই সদস্যের আরও দাবি, সেই সময় রাজনৈতিক মতাদর্শগত পার্থক্যের জন্যই ওই বিষয়ে কোনও সিদ্ধান্তগ্রহণ সম্ভব হয়নি। তবে, তিনি জানান, বর্তমানে সেই সমস্যা নেই।
তাই অর্থ সাহায্যের জন্য ফের মাস্টার ব্লাস্টারের শরণাপন্ন হয়েছে মারাঠাওয়াড়ার ওয়াকালা গ্রাম।
মহারাষ্ট্রের গ্রামে জাতপাত! খরচ হল না খরা-মোকাবিলায় সচিনের এক কোটি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 May 2016 12:09 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -