পুণে: যে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ককে (পিএনবি) প্রতারণার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে, সেই ব্যাঙ্ককে সুদসমেত ৭২০০ কোটি টাকার বেশি দিন নীরব মোদি, তাঁর সঙ্গীরা। নির্দেশ দিল ডেট রিকভারি ট্রাইব্যুনাল (ডিআরটি)। মুম্বইয়ের ঋণ পুনরুদ্ধারকারী ট্রাইব্যুনালের অতিরিক্ত ভারপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার দীপক ঠক্কর পিএনবির অনুকূলে দুটি নির্দেশ জারি করেছেন।
হিরে ব্যবসায়ী নীরব অনেকদিন আগেই ভারত ছেড়েছেন। ৪৮ বছরের নীরব ভারতে ওয়ান্টেড পিএনবি কেলেঙ্কারি ও অবৈধ আর্থিক লেনদেন মামলায় মূল অভিযুক্ত হিসাবে। জালিয়াতির অর্থমূল্য প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলার।
ডিআরটি-র আদেশে বলা হয়েছে, অভিযুক্ত ও তাঁর সহযোগীদের আবেদনকারীকে (পিএনবি) যুগ্মভাবে বা আলাদা ভাবে ৭ হাজার ২০০ কোটি টাকার বেশি দিতে বলা হচ্ছে। ২০১৮-র ৩০ জুন থেকে বছরে ১৪.৩০ শতাংশ হারে সুদও দিতে হবে তাদের। আরেকটি আদেশে বিচারক মোদি ও অন্যদের ২৩২ কোটি টাকার বেশি দিতে বলেছেন পিএনবিকে। এক্ষেত্রে ২০১৮-র ২৭ জুলাই থেকে ১৬.২০ শতাংশ হারে সুদ দিতে হবে। ডিআরটি-র ঋণ পুনরুদ্ধারকারী অফিসাররা এবার পরবর্তী পদক্ষেপের সূচনা করবেন বলে জানান ট্রাইব্যুনালের জনৈক কর্তা।
নীরবকে ১৯ মার্চ মধ্য লন্ডনে গ্রেফতার করা হয়। পিএনবি-র সঙ্গে জালিয়াতির চক্রান্তের অংশ হিসাবে জাল লেটার অব আন্ডারস্ট্যান্ডিং বা বোঝাপড়াপত্র ইস্যু করে ‘প্রাথমিক লাভবান’ হয়েছেন তিনি, তারপর অপরাধ করে পাওয়া অর্থে বেআইনি লেনদেন করেছেন, এই অভিযোগে তাঁকে ভারতে প্রত্যর্পণের চেষ্টা চলছে। নীরবকে রাখা হয়েছে ব্রিটেনের সবচেয়ে বেশি ভিড়েঠাসা জেলগুলির একটিতে, ওয়ান্ডসওয়ার্থের হার ম্যাজেস্টিজ প্রিজনে।