নাগপুর: জেট এয়ারওয়েজের মুম্বই-নাগপুর উড়ানে এক নেশাগ্রস্ত ব্যবসায়ীর হাতে ২ বিমানসেবিকা শ্লীলতাহানির শিকার হয়েছেন বলে অভিযোগ। ফ্লাইট ক্যাপ্টেনকে এ ব্যাপারে লিখিত অভিযোগ করেছেন তাঁরা।
অভিযুক্তের নাম আকাশ গুপ্ত, পেশায় হার্ডওয়্যার ব্যবসায়ী। বাড়ি মধ্যপ্রদেশের বালাঘাটে। ঘটনাটি ঘটেছে শনিবার। বিমানসেবিকাদের অভিযোগের ভিত্তিতে ফ্লাইট ক্যাপ্টেন সেন্ট্রাল ইনডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বা সিআইএসএফ-কে বিষয়টি জানান। স্থানীয় পুলিশের সাহায্যে গ্রেফতার করা হয় অভিযুক্তকে।
জানা গিয়েছে, ওই ব্যবসায়ী গোটা থেকে ছুটি কাটিয়ে ফিরছিলেন। ফেরার সময় মুম্বই বিমানবন্দর থেকে নাগপুরের উড়ান ধরেন তিনি। সম্ভবত বিমানে ওঠার আগেই নেশা করেন ওই ব্যক্তি। বিমানে খাবার পরিবেশনের সময় ২ বিমানসেবিকার হাত ধরে তিনি টানাটানি করেন বলে অভিযোগ। অন্য বিমানকর্মীরা বাধা দিলে তাঁদের সঙ্গে তাঁর কথা কাটাকাটি হয়।
জেট এয়ারওয়েজের ২ বিমানসেবিকার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 Feb 2017 12:20 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -