বেঙ্গালুরুতে পুলিশ পেটালেন মদ্যপ চিনা মহিলা
Web Desk, ABP Ananda | 04 Aug 2016 11:02 AM (IST)
বেঙ্গালুরু: মধ্যরাতে প্রকাশ্য রাস্তার মধ্যে এক মদ্যপ চিনা মহিলা দুই পুলিশকর্মীকে পেটাচ্ছেন। এমনই ঘটনার সাক্ষী থাকল বেঙ্গালুরু। ঘটনায় প্রকাশ, জিয়াশি নামের পেশায় শিক্ষিকা ওই মহিলা ভারতীয় স্বামী প্রশান্তের সঙ্গে মদ্যপ অবস্থায় দু-চাকার যানে করে বাড়ি ফিরছিলেন। রাস্তার একটি বাঁকে টাল সামলাতে না পেরে তাঁরা পড়ে যান। এমন সময় দুই কর্তব্যরত কনস্টেবল ফায়াজ ও লিঙ্গারাজু দম্পতিকে সাহায্য করার জন্য এগিয়ে আসেন। কিন্তু, মহিলা তা বুঝে না উঠে, আচমকা ফায়াজকে চড় মেরে বসেন। এখানেই শেষ নয়। উঠে দাঁড়িয়ে তিনি উল্টে ২ কনস্টেবলের বিরুদ্ধেই দুর্ব্যবহারের অভিযোগ তোলেন এবং হাতাহাতিতে জড়িয়ে পড়েন। মদ্যপ বুঝতে পেরে, কনস্টেবলরা দম্পতিকে স্থানীয় থানায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। ঘটনাটি রাত সাড়ে ১২টা নাগাদ ঘটে। অভিযোগ, জিয়াশি ওই পুলিশকর্মীদের অকথ্য ভাষায় গালাগালি করতে থাকেন। মহিলা উত্তেজিত হয়ে পড়ায় ঘটনাস্থলে পৌঁছন মহিলা পুলিশ ইনস্পেক্টর এম শৈলজা। প্রথমে ওই চিনা মহিলা ও তাঁর স্বামীর মেডিক্যাল পরীক্ষা হয়। তারপর তাঁদের গ্রেফতার করা হয়। দুজনের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এবং পুলিশকর্মীদের সঙ্গে দুর্বব্যবহার এবং প্রহার করার অভিযোগ দায়ের করা হয়। জানা গিয়েছে, চারমাস আগেই ওই দম্পতি সাংহাই থেকে বেঙ্গালুরুতে এসেছেন।