পুলিশ জানিয়েছে, রবিবার রাতে রিশভ তার বাবার হন্ডা সিটি-টা চালাচ্ছিল। ভোর রাতে ঘন্টায় প্রায় ১০০ কিমি বেগে গাড়ি চালাচ্ছিল রিশভ। মাত্র দেড় কিলোমিটারের মধ্যে তার গাড়ির ধাক্কায় দুজনের মৃত্যু হয়, আহত একজনের অবস্থা এখন আশঙ্কাজনক।
পুলিশের দাবি রিশভের গাড়িতে প্রথম আক্রান্ত হন ৪০ বছর বয়সি সরকারি কর্মচারী কামেশ্বর প্রসাদ। তিনি প্রাতঃভ্রমণে বেরিয়ে ছিলেন। ঝড়ের গতিতে এসে রিশভের গাড়ি তাঁকে ধাক্কা দিয়ে কয়েক মিটার দূরে ছুঁড়ে ফেলে। এরপরও থামে না রিশভ। তারপর সে ৪০ বছর বয়সি সন্তোষকে ধাক্কা মারে। তিনি এলাকার বাসিন্দাদের গাড়ি পরিস্কার করছিলেন। এরপর ভুল রাস্তায় ঢুকে পড়ে রিশভের গাড়ি ধাক্কা মারে ৬৭ বছর বয়সি অশ্বীন আনন্দকে। তিনি পেশায় জমি-বাড়ির দালালি করেন। তিনিও এক প্রতিবেশীর সঙ্গে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন।
এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা গিয়েছে, অশ্বীন আনন্দ দূর থেকে গতিমান গাড়িটিকে দেখে ফুটপাতে ওঠার চেষ্টা করছিলেন। কিন্তু চোখের পলকে গাড়িটি তাঁকে ধাক্কা মেরে চলে যায়। বেশ কিছুদূর গিয়ে পুলিশ রিশভকে গাড়ি সহ ধরে ফেলে। পুলিশের দাবি, তাঁরা যখন রিশভকে গাড়ি থেকে বের করছিলেন, তখন সে দাঁড়িয়ে থাকার মতো অবস্থাতেও ছিল না।
গাড়ির ধাক্কায় আহত সন্তোষের অবস্থাও আশঙ্কাজনক। ব্যবসায়ীর পুত্র রিশভ, দিল্লিতে একটি সরকারি কলেজে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়াশোনা করছে। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে।
দেখুন ভিডিওতে ঘটনাটি