স্মৃতি ইরানির গাড়ির ‘পিছু ধাওয়া’, ধৃত দিল্লি বিশ্ববিদ্যালয়ের চার মদ্যপ ছাত্র
Web Desk, ABP Ananda | 01 Apr 2017 09:47 PM (IST)
ছবি সৌজন্যে এএনআই
নয়াদিল্লি: মদ্যপ অবস্থায় কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির গাড়ির পিছু ধাওয়া করার অভিযোগে আটক করা হল দিল্লি বিশ্ববিদ্যালয়ের চার ছাত্রকে। তারা চার জনই মদ্যপ অবস্থায় ছিল। প্রত্যেকেরই বয়স ১৮-১৯ বছর। তাদের চাণক্যপুরী থানায় নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, আজ বিকেল ৫.১৫ মিনিট নাগাদ পুলিশকে ফোন করে স্মৃতি অভিযোগ করেন, মোতিবাগ উড়ালপুলে একটি গাড়ি তাঁর গাড়ির পিছনে আসছে। অভিযোগ পেয়ে পুলিশ ওই গাড়িটি থামায়। চার তরুণকে আটক করা হয়। জেরায় তারা জানিয়েছে, এক বন্ধুর জন্মদিনের পার্টি থেকে ফেরার পথে ‘মজা’ করার জন্য রাস্তায় ঘুরছিল। ধৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।