মোরেনা: এত মদ খেয়েছিলেন, কোনও হুঁশ ছিল না। নিজের চাষের জমিতে কালো রঙের একটি সাপকে দেখতে পেয়েই সেটিকে কামড়ে দেন জালিম সিংহ কুশওয়াহা নামে ওই ব্যক্তি। কিছুক্ষণ পরে যখন তিনি বুঝতে পারেন, বিষধর সাপকে কামড়েছেন, তখন ভয়ে অজ্ঞান হয়ে যান। তাঁকে সংজ্ঞাহীন অবস্থায় হাসপাতালে নিয়ে যান। চিকিৎসার পর সুস্থ হয়ে উঠেছেন কুশওয়াহা।
গতকাল এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মধ্য প্রদেশের উজ্জয়িনী জেলার সবলপুর তেহসিলের পাচের গ্রামে। আজ হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন কুশওয়াহা। তাঁর চিকিৎসা করা রাঘবেন্দ্র যাদব বলেছেন, ‘তিনি যে সাপটাকে কামড়েছিলেন, সেটা বিষধর ছিল। সাপটা যদি ওই ব্যক্তিকে পাল্টা কামড়ে দিত বা তাঁর রক্তে সাপের বিষ মিশে যেত, তাহলে বিপদ হত।’
মধ্য প্রদেশে কামড়ে বিষধর সাপ মারার পরেও বেঁচে গেলেন এক মাতাল
Web Desk, ABP Ananda
Updated at:
24 Feb 2018 07:58 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -