নয়াদিল্লি: স্ত্রী আবদার না মানলে স্বামী কী করতে পারেন? বড় জোর অভিমান করে দু-তিনদিন কথা বলা বন্ধ রাখতে পারেন, বাড়ি থেকে রেগে বেরিয়ে যেতেও পারেন। কিন্তু উত্তরপ্রদেশের চিল্লাঘাট টাউনের দিঘাওয়াত গ্রামে এই লোকটি স্ত্রীর সঙ্গে যা করেছেন, তা শুনলে আপনি আঁতকে উঠতে বাধ্য।

'মাতাল' স্বামীর আবদার না মানার মাশুল দিতে হয়েছে স্ত্রীকে। তার সঙ্গে নাচের তালে পা মেলাতে গররাজি হওয়ায় স্ত্রীকে ছাদ থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে অজয় নামে লোকটি।

গত শনিবার রাতের ঘটনা। সেখানে বিয়ের আসরে কালেওয়া নামে একটি অনুষ্ঠান চলছিল। হাজির ছিল ওই দম্পতি। স্বামী নাকি মদের নেশায় চুর। তার আবদার, স্ত্রীকে তার সঙ্গে নাচতেই হবে। কিন্তু মহিলা রাজি হননি।

অভিযোগ, রেগে গিয়ে স্বামী তাকে ছাদ থেকে নীচে ধাক্কা মেরে ফেলে দেয়। বিশাখা তেওয়ারি নামে ওই মহিলার দুটো পা-ই ভেঙেছে। আঘাতও লেগেছে হাতে, তলপেটে। হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। বিশাখার বয়ানের ভিত্তিতে মামলা দায়ের করেছে পুলিশ। তবে অজয়ের বিরুদ্ধে এখনও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।