চেন্নাই: শুধু ডাকাতি, ছিনতাইয়ের মত অপরাধ করেই ক্ষান্ত নয়। মদ্যপ ডাকাতের কারণে চলে গেল দুই নিরীহ প্রাণ।

পুলিশ জানিয়েছে, নন্দিনী নামে ওই মহিলা তাঁর আত্মীয় নাজ্জুর সঙ্গে পাত্তিনাপক্কম এলাকার একটি এটিএম থেকে টাকা তুলে দু-চাকার যানে ফিরছিলেন। পথে তাঁদের পথ আটকে দাঁড়ায় ওই ডাকাত। নাজ্জুর হ্যান্ডব্যাগ ছিনতাই করে মোটরবাইকে চড়ে চম্পট দেয় সে। এরপর অপরাধীকে ধরতে পিছন পিছন গাড়ি নিয়ে ধাওয়া করে নন্দিনী। কিন্তু রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বোল্ডারে ধাক্কা মারে সে। মাথায় গুরুতর আঘাত লাগায় সেখানেই লুটিয়ে পড়েন তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। মুখে গুরুতর চোট লেগেছে নাজ্জুরও। তিনি হাসপাতালে চিকিত্সাধীন।

মদ্যপ অবস্থায় থাকা অভিযুক্ত ডাকাত বাইক নিয়ে পালানোর সময় এক বয়স্ক মানুষকে ধাক্কা মারে। সরকারি হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তাঁর মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে ঘিরে ফেলে স্থানীয়রা। বেধড়ক মারধর করা হয় তাকে। আগুন লাগিয়ে দেওয়া হয় বাইকটিতে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নাজ্জুর অভিযোগের ভিত্তিতে থানায় এফআইআর দায়ের হয়েছে।